আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাম্প্রতিক ব্যাস্ততা: একটি গ্রাফিক্স ডিজাইন হাউজ, একটি প্রকাশনী

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। একটা সুখবর দেই (সাথে আরেকটা ফাউ !) পুরানা পল্টন মোড়ে দার-উস-সালাম আর্কেডের ১০ম তলায় ছোট্ট একটা খুপরি নিয়েছি। ছোট্ট একটা বসার স্থান। ইষ্টিকুটুম (শ্লোগান: শৈল্পিকতার মিষ্টি কুটুম !) একই নামে একটা গ্রাফিক্স ডিজাইন হাউজ, একটা প্রকাশনী সংস্থা। এমনিতেই প্রিন্টিং সিজন।

মেক্সিমাম ক্লায়েন্ট হাউজিং কোম্পানী। ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ব্রুশিয়র, হাবিজাবি প্রচুর প্রচুর কাজ ! ভাই, নি:শ্বাস ফেলার সুযোগ পাচ্ছি না। কাজের খুবই চাপ। তার উপর আবার বই মেলা চলে আসলো বলে ! হ্যা। আমার প্রকাশনীতে অলরেডী ২৪-২৫ টা বইয়ের কাজ চলছে।

আরো পান্ডুলিপি আসবে। আপনি কোন বই করতে চান একুশের বই মেলা ২০১২ উপলক্ষে ? অবশ্যই আমাকে দিতে পারেন। মানসম্পন্ন ছাপা আর বাঁধাইয়ের নিশ্চয়তা দিচ্ছি। বন্ধুরা, অনেকটা প্রচারণামূলক পোস্ট হয়ে গেল ! দোয়া চাচ্ছি সকলের। সবাই ভালো থাকুন।

ইষ্টিকুটুমে কুটুম হয়ে বেড়াতে আসুন। বাই ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.