মার্কিন সরকারি সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গুপ্তচরবৃত্তিতে কারিগরি সহায়তা প্রদানের অভিযোগ উঠেছে মাইক্রোসফটের দিকে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার গুপ্তচরবৃত্তিতে কারিগরি সহায়তা দিচ্ছে এই সফটওয়্যার জায়ান্ট।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাটি যাতে আরও সহজে গুপ্তচরবৃত্তি চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে মাইক্রোসফট।
যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী গার্ডিয়ান জানিয়েছে, এনএসএ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে গভীর সম্পর্কের তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।
অবশ্য, মাইক্রোসফট জানিয়েছে, তারা আইনগত বাধ্যবাধকতার কারণে জাতীয় নিরাপত্তাসংস্থার সঙ্গে একত্রে কাজ করছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রিজম প্রোগ্রামের আওতায় মাইক্রোসফট খুব ঘনিষ্ঠভাবে এনএসএর সঙ্গে কাজ করে। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাটি মাইক্রোসফটের প্রযুক্তিপণ্য হটমেইল, আউটলুক ডটকম, স্কাইড্রাইভ এবং স্কাইপ ব্যবহার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।