সাধারণ ব্যবহারকারীদের কথোপকথনে আইনশৃক্সখলা রক্ষা বাহিনীর গুপ্তচরবৃত্তির সুযোগ করে দেবার কথা অস্বীকার করলো স্কাইপ কর্তৃপক্ষ। সম্প্রতি সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপথনে আড়ি পাতার জন্য স্কাইপ কর্তৃপক্ষ তাদের অবকাঠামোতে বেশ বড় কিছু পরিবর্তন এনেছে বলে খবর ছড়ায় সংবাদ মাধ্যমগুলোতে। খবর বিবিসির। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বেহাত করে দেবার অভিযোগে কেবল অস্বীকারই করেনি স্কাইপ কর্তৃপক্ষ, উল্টো নিজেদের গা বাঁচাতে রীতিমতো একটি ব্লগ চালু করে ফেলেছে তারা। স্কাইপের দাবি, গ্রাহকদের সুবিধার জন্যেই অবকাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। তবে প্রয়োজনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহযোগিতা করার কথাও বলেছে স্কাইপ। মাইক্রোসফটের অনলাইন কমিউনিকেশন সার্ভিস স্কাইপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয় বছরখানেক আগে। মাইক্রোসফট লিগাল ইন্টারসেপশন প্রযুক্তির জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করে। এ প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই ভিওআইপি কলে ব্যবহারকারীর কথোপথন গোপনে কপি করে নেয়া সম্ভব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।