বিভিন্ন জাতির স্ত্রী স্বাধীনতার পরিনাম।। স্ত্রি-প্রিয় স্বামী ।বিভিন্ন সংবাদপত্রে দেখা যায় যে;হিন্দু এবং অন্যান্য জাতির অধিকাংশ নারীগণকে স্বাধীনতা দিয়াছে বলিয়া তাহারা নাকি উন্নতি লাভকরিতেছে? আমাদিগকে স্বাধীনতা দিতে এত আপত্তির কারন কি স্বামী - প্রিয় ! নারী জাতিকে আল্লাহ তায়ালা এত অপূর্ব সৌন্দর্য ও রুপ লাবন্য দ্বারা গঠন করেছেন ও আকরসন শক্তি তাহাদের মধ্যে পুরুষের চেয়ে বেশী প্রদান করেছেন যেহেতু পুরুষ থার তীব্র আকর্ষণে পড়িয়া তাহকে খোরাক পোশাক দিবে ও তাহার সহিত থাকিয়া মানব সংখ্যা বৃদ্ধি করবে।নারি জাতি সম্পরকে আল্লাহ তায়ালা ও রাসুল (সঃ)বলেছেন নারী পুরুষের জন্য "হেবালাতুশ শায়াতিন" সেই নারী জাতিকে যাহারা রাজ দরবারে বাহির করেছে তাহারা পাশ্চাত্য অধিকারে আক্রান্ত হয়ে ধর্মঞ্জান বিসর্জন দিয়ে দূর দর্শিতার পরাকাঠা দেকাতে বসেচে।ইহার ভবিষ্যৎ অতি বিষময় ,ইহা অনিবার্য ।যদি তাহা না হইবে তাহলে কেন স্ত্রী লোকেরা কাউঞ্চিল, ডিসত্রিক কাউঞ্চিল, মিউনিসিপ্যলিতি,ইউনিয়ন পরিষদের মেম্বার হচ্ছে ? একবার চিন্তা করে দেখেন একজন স্ত্রীলোক যদি শত শত পুরুষের সহিত বসে তাহাদের মধ্যে কি সকল সৎ স্বভাবাপন্ন হয়? কাহার ও মনে কি কোন ভাবের উদয় হয়না? যদি হয় তবে সে বেচারিকে তীক্ষ্ণ কটাক্ষে জালাপালা করে তুলে না? স্বামীর চেয়ে সু -পুরুষ দর্শনে সেই নারীর মনে কি কোন ভাবের উদয় হয়না? এই শ্রেণীর বেপর্দা স্ত্রীলোকের দ্বারা শত সহস্র পুরুষ ঈমান হারাইয়া দ্বীন ও দুনিয়ার কলঙ্ক কালিমা মাখিয়া সমাজকে হাসাতে বসেছে ।এইরুপ কুৎসিত ঘটনা শত সহস্র প্রমান করা জায়,লজ্জাকর বলিয়া ক্ষান্ত রইলাম । "ঞ্জানি যারা বুঝে তারা সুধু ইশারায়''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।