Cheiro Sharier এর বাংলা ব্লগ
নারী তুমি চাইছো যেমন,
আমি হলাম স্বামী তেমন!
তোমার জন্য হতে পারি
আমি গোলাম হোসেন.........।!
তুমি’ই আমার জীবন মরণ
আর সকলে পর...
পিতা-মাতার জন্য হবো,
আমি হবো আমি মীর জাফর।!
আমার মতো প্রেমিক স্বামী
পাবে নাকো বিশ্ব ঘুরি.........!
তোমার জন্য হতে পারি
আমি শাজাহান.................!
ধন-সম্পদ সব উজার করে
উইল করে তোমার তরে,
থাকতে পারি রোবট হয়ে
যায় যদি প্রান ক্ষয়ে ক্ষয়ে.....!
যতই করো অবহেলা
শুধু চাওয়া একটু দয়া,
ঐটুকু’ই যে পরম পাওয়া!
তুমি যে মহান..................!!
প্রান থাকতে করবো নাকো
তোমার অপমান..............।!
নারীবাদী’র স্বাধীনতা,
শৃংঙখলিত বাস্তবতা!
যা ইচ্ছে তাই করতে পারো!
যত খুশি প্রয়োগ করো
তোমার ক্ষমতা...............।!
পরাধীনতা’র পর্দা খুলে,
স্বাধীনতা’র চরম সুখে!
উড়তে পারো ডানা মেলে,
স্বামী ফেলে পর পুরুষে!
তবু আমি তোমার আশে
ঠাই দাঁড়িয়ে দুয়ার পাশে,
হাত বাড়িয়ে সম্ভাষনে........
ফিরে এলে ধন্য হবো
তোমার পরশে................।!
শ্রেষ্ঠ প্রেমিক শ্রেষ্ঠ স্বামী,
ধরাধামে একাই আমি!
ভেড়া কিংবা বলো ছাগল,
সূস্থ আমি নইকো পাগল!
যা খুশি তাই করতে পারো
তারপরে ও অফুরান্ত,
প্রভুভক্ত প্রানীর মতো!
থাকবো তোমার অনুগত
শির সদা অবনত,
থাকবে অনন্ত...................।!
নিন্দুকে যা ভাবছে ভাবুক
ওদের পিঠে পরুক চাবুক,!
সব কিছুকে তুচ্ছ করে
থাকবো তোমার আচল ধরে,!
হাজার লোকে বলছে
বলুক, তুমি স্বার্থপর...........।!
নারীবাদী’র পক্ষ যারা
ভ্রু কুচকে ভাবছে তারা,
বেটা বড় হতচ্ছাড়া.............!
কিন্তু নারী আমি’ই জানি
তোমার প্রয়োজন...............
অন্তরে যে পোষন করো
আমি ই সে জন................।!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।