আমাদের কথা খুঁজে নিন

   

স্বামী যখন শিশু

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... জানেন আপা আমার স্বামি আমাকে এত্তো ভালেবাসে এটা বলে আপনাকে বুঝাতে পারবোনা রাতের বেলায় যখন আমার কাছে আসে তখন একেবারে শিশুর মতো হয়ে যায়।। একথা শুনে অন্য মহিলা হি হি হি করে হাসছে আপা হাসছেন যে.... আর কইয়েননা...আমাগো উনি তো রাত দিন ২৪ ঘন্টাই আমার সামনে শিশু।। কি কন আপা? হ. সত্যিই কইতাছি... যদি তেল আনতে বলি ও আমার জন্য আইসক্রিম নিয়ে আসে এবলে মহিলা খিটখিটাইয়া হাসতে থাকে.... অন্য মহিলা ভাবছে “ আহারে কি দর্জ্জাল মহিলারে বাপ জামাইরে কোন্ঠাসা করে রাখে”।। এবার বাড়ি ফিরে তার স্বামীরে বলে তোমাকে অনেক কষ্ট দিছি তুমি আমারে মাফ করে দাও স্বামীতো অবাক ......ভুতের মুখে রাম রাম... স্বামী যাক বাবা আজ একটু আরামে ঘুমানো যাবে স্বামী ঘুমানো ভান করছে...স্ত্রী বলে যাচ্ছে... তোমার পাশের কলিগ কি মহিলা না পুরুষ? মহিলা... বেশ ... কেমন দেখতে? বেশ ভালো... তার মানে খুব সুন্দরি... অসাম.... হুম.... তাইতো কই ইদানিং বাড়ি ফিরতে রাত হয় ক্যান? বউ চিল্লাচ্ছে.... স্বামী বউয়ের মুখ চেপে আস্তে চিল্লাও..না... পাশের বাড়ির ভাবি শুনে ফেলবে তো মানে? মানে বুঝা লাগবেনা ঘুমাও.... ওরে বদমাশ... পাশের বাড়ির ভাবির সাথে কি সম্পর্ক? আরে কোন সম্পর্ক নাই... উনি আমার কলিগ লাগে তুমি প্রতিদিন চিল্লাও আর ঔ ভাবি প্রতিদিন অফিসে গিয়ে কলিগদের সব বলে দেয়... আর কলিগরা আমারে ক্ষ্যাপায়......! ( স্বামী মনে মনে বলে সাধে কি আর শিশুর মতো থাকি বাসায়)।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।