আমাদের কথা খুঁজে নিন

   

যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে খুশি তে আত্মহারা , তাদের উদ্দেশ্যে

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যারা ভার্সিটি/ মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ এ ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য একটা উপদেশ মূলক পোস্ট ঃ ( লেখাটি ছেলেদের উদ্দেশ্যে বেশি করে বলা ) যেকোন লাইনে ঢুকার আগে সেই লাইনে র ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর , ৩০ বছর পর তোমার ( বয়সে অনেক ছোট বলে তুমি করে বললাম ) অবস্থা কেমন হবে ? তুমি সেটা চাও কিনা ইত্যাদি ভেবে সে লাইনে ঢুকবে, তোমরা এখন এডাল্ট, বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ। নিজেদের ব্যাপারে ডিসিশন নেয়ার ক্ষমতা তোমাদের মোটামুটি হয়ে গেছে।

কিন্তু বড় ডিসিশনের ক্ষেত্রে এখনো পরিবারের গুরুজন দের ইচ্ছাই অনেকে র ইচ্ছা। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যে লাইনে যেতে চাচ্ছ, সে ব্যাপারে সে লাইনের ভাইয়া ( আপুদের ) সাথে কথা বল । দেখ এখন থেকে ১০ বছর পর তাদের কি অবস্থা হয়, তারা খুশি কিনা ! তারা যেমন লাইফ লীড করতে বাধ্য হচ্ছেন তুমি তা চাও কিনা ! যদি চাও ঠিক আছে, যদি না চাও সে ক্ষেত্রে মেডিকেল এ ঢুকার আগে এখনো সুযোগ আছে, বের হয়ে যাওয়ার। আমরা যারা ভুক্তুভোগী তারা ঠিক করেছিলাম আমরা আমাদের অনুজ দের এ ব্যাপারে জানাব, এর পর তারা তাদের ডিসিশন নিবে। কিন্তু পরে যেন তারা না বলে যে আগে থেকে তাদের কেউ তা জানায় নাই।

ধন্যবাদ। আমার ধারণা বেশির ভাগ ই আমার আজকের এই পোস্ট পছন্দ করবেন না। তবে আমি কি বলতে চাইছি তা হয়ত তোমরা আজ থেকে ৭ বছর পর বুঝতে পারবা। ধন্যবাদ। আল্লাহ তোমাদের সহায় হোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.