আমাদের সোনার বাংলাদেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন বিখ্যাত খাবার/ ফলমুল বা অন্য ধরনের বস্তু আছে। আমি নিজেও তেমন বেশী সংখ্যক নাম বলতে পারব না। তাই, ব্লগার ভাইদের সাহায্য চাই। এখানে গোটা দেশের সমস্ত জেলার ব্লগার আছে। আপনারা আপনার জেলায় বিখ্যাত জিনিসের নাম জেলার নামসহ লিখে দিবেন প্লিজ। অন্য জেলারটা জানলে সেটিও উল্লেখ করবেন। নতুন নাম আসলে ক্রেডিটসহ পোষ্ট আপডেট করা হবে। ১) নাটোর------কাঁচাগোল্লা ২) কুমিল্লা------রসমালাই ৩) যশোর------খই ৪) বরিশাল-----আমরা>>>>শামুক ৫) টাংগাইল-------চমচম >>> ইন্ঞ্জিনিয়ার ৬) বগুরা--------দই >>> আমি তুমি আমরা ৭) খাগড়াছড়ি------ হলুদ >>> আমি তুমি আমরা ৮) খুলনা- -------সন্দেশ >>> নাহিয়ান বিন হোসে ৯) চট্রগ্রাম-------মেজবান>>> কার্টুন বাংলা ১০) ভোলা-------নারিকে>>> মামুন ১১) কক্সবাজার-------মিষ্টি পান >>>>দীপ্তপণ ১২) ঢাকা(দোহা)-----জুগেশপুরির চানাচুর,কাসুন্দি>>>>আবুশিথি ১৩) খুলনা-----নারিকেল>>>>শামুক ১৪) পাবনা---ঘি>>>>শামুক ১৫) দিনাজপুর----লিচু>>> দীপ্তপণ ১৬) রাজশাহীর-----আম>>>দীপ্তপণ ১৭) চাঁদপুর------ইলিশ>>>মেফতাহুল সাগর ১৮) চাঁপাইনবাবগন্জ----আম>>>>মিজানুর রহমান ১৯) নওগা------চাল>>>>মিজানুর রহমান ....................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।