টিউশনির টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলাম কিছু দিন আগে । তারপর নিলাম বাংলালায়ন নেট কানেক্শন । এইটা গুতাই অইটা গুতাই ফেইসবুকিং করি , এক ফ্রেন্ড রে কাছে সুনলাম সামুর নাম । তারপর থেকে সামু পড়ি । ভালো লাগে পড়তে , কত মানুষের অভিগ্যতা , মতামত জানতে পারি !!! মনে হইল আমিও একটা একাউন্ট খুলি । তাই খুলে ফেল্লাম । আমি মিরাজ তাতে কি হইছে ?? আমি এখন সামুর লেখকও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।