আস্সালাতু মি’রাজুল মু’মিনীন (নামায মুমিনের মিরাজ) – এই কথাটা একটা প্রসিদ্ধ উক্তি। কেউ কেউ একে হাদীস মনে করে থাকেন। কিন্তু হাদীসের প্রসিদ্ধ কিতাব সমুহে এটি পাওয়া যায় না। তবে একথাটির মর্ম বিভিন্ন সহীহ হাদীস থেকে আহরণ করা যায়। এ জন্য এ কথাটি একটি প্রসিদ্ধ উক্তি হিসেবেই বলা উচিত, হাদীস হিসেবে নয়। হাদীস বলতে হলে নিম্নোক্ত কোন সহীহ হাদীস উল্লেখ করা যায়- “মুমিন যখন নামাযে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে।” – সহীহ বুখারী, হাদীস ৪১৩।
“তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে, যতক্ষন সে তার জায়নামযে থাকে।” - সহীহ বুখারী, হাদীস ৪২৬। [মাসিক আল কাউসার, আগস্ট-২০০৮, পৃষ্ঠা-৪১]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।