ধর্মান্ধ এবং নাস্তিকরা দূরে থাকুন… আমার আপন বড় মৃত ভাইয়ের ডায়েরী থেকে সংগৃহীত তার জীবনের বেদনার একটা অনুচ্ছেদ (উল্যেখ্য যে আমার ভাইয়া এস এম সুজন গত ৩০শে সেপ্টেম্বর ২০১১ শুক্রবার সাপের ছোবলে মারা যান)
............
টাকা টাকা টাকা। টাকা ছাড়া পৃথিবীটা অচল। যার টাকা নাই, এ পৃথিবীতে তার কোন মূল্য নেই। টাকা ছাড়া ভাল সন্তান, ভালো বাবা, ভালো স্বামী, ভালো ভাই কোনটাই হওয়া যায়না। টাকা ছাড়া মানুষের কোন মূল্য নেই।
তার বাস্তব উদাহারণ আমি নিজে। আমার এখন একটা চাকুরীর বিশেষ প্রয়োজন। একটা চাকুরী হলে আমি সবাইকে ছেড়ে এমন এক জায়গায় চলে যাবো, যেখানে আমার কোন আত্ত্বীয় পরিজন রক্তের সম্পর্ক কারো কোন সম্পর্ক থাকবে না। আমি নতুন করে আমার পৃথিবীটা সাজাতে চেষ্টা করব। আর যদি চাকুরী নাও হয়, তবুও আমি সবাইকে ছেড়ে দু'চোখ যে দিকে যায় চলে যাব।
আমার ভাগ্য নিয়ে আমি চলে যাব। আমার জন্য কেউ যাতে বিপদে না পরে সেজন্যে কারো কাছে আমার পরিচয় বলবনা। আমার পরিবারের লোকজনের কাছে একটাই আবেদন আবেদন যদি কখনও আইনের কাছে অপরাধী হয়ে আমাকে জেলে যেতে হয় তবে টাকা পয়সা খরচ করে আমাকে বের করার চেষ্টা করবেন না। যে টাকা খরচ করে আমাকে বের করবেন, সে টাকা তাসমীয়ার পেছনে খরচ করবেন। আমি খুশি হব।
আর যদি আমি নিরুদ্দেশ হয়ে যাই, কোনদিন ফিরে আসবনা। সম্পদের উত্তরাধিকার যদি আমায় মনে করেন, তবে আমার উত্তরাধিকার হিসাবে তাসমীয়াকে দেখবেন। কোনদিন অধিকার নিয়ে সামনে আসব না। সবাই জানবেন আমি মৃত। জীবিত মৃত অথবা মরে গিয়ে মৃত।
তাসমীয়া যদি মানুষের মত মানুষ হয় ও যদি সুখি হয়, তবেই আমি সুখি হব। অন্যথায় আমি বা আমার আত্না সারাজীবন অভিশাপ দিয়ে যাবে।
--সুলতান মাহমুদ সুজন
.................
আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সত্যি তুমি চলে গেলে কঠিন মাটির নিচে। ভাইয়ারে তোমারে হারানোর পর আমরা বুঝতে পারছি তোমার হৃদয়ে কত ব্যাথা ছিল। এক বুক ব্যাথা নিয়ে কিভাবে লুকিয়ে আছ ঐ অন্ধকার গহ্বরে? আর আমায় ডাকবে না.... আজ মনে পরে এই রোযার ঈদের কথা- আমরা সবাই মার্কেট করলাম, তুমি টলটল নেত্রে দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেঃ টাকা নেই তাই মার্কেট করতে পারনি।
আবার ঈদ আসবেরে ভাইয়া! তুমি আর অসহায় চোখে তাকিয়ে থাকবে না। আল্লাহ্ তোমাকে চিরদিনের জন্য সাদা কাফন পরিয়ে দিয়েছে। চিরদিনের জন্য....... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।