কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড
মনের চোখ যখন যাতনাময়
ময়দানে তখন একাকী বন্ধুরতা, সমার্থক মাংশাসীবিশেষ
একটি বন্ধুহীন সিংহী হাঁটছে
একটি সন্তানহীন পিতা কাঁদছে
একটি সতেজ গোলাপ দোমড়ানো
প্রেমহারা নিঃস্ব কবি কলম কামড়ে হৃদপিন্ড আঁকে পেশীতে
যাতনার উচ্ছিষ্ট রমনের রজঃরস খুব সহজ করেছে যেন সঙ্গম।
সেই বন্ধুহীন সিংহীর একদিন বয়সী সন্তান আপন পিতার উদরে আজ;
সেই পিতার বুকের হাড় নীতিবিদ্যার খরচের খাতায়
সেই গোলাপে অন্যঠোঁট, কামার্তকামড়।
বিহ্বল কবির ঘুম হয়না কতরাত!
আমার খাতার পূরাণে
আমার ল্যাপটপের কামড়ানো আপেলে
আমার কল্পনায় এসব শত্রুর বাস
যখন পুরো মনোজগতে মানবিক বোঝাপড়া নিয়ে বেহাল বাহাস
যখন প্রেতলোকের স্পর্শতা পেতে চায় জীবন্ত আদম
যখন হাওয়ার বৈরিতায় পুড়ছে মাতাল যখম
সূর্যের কষ বেয়ে ক্রোধের হুংকার
সেইক্ষণে আমি বুঝবো নিশ্চিত হুকুম তোমার!
যে যাবে পাতানো ছায়াবিথীকায়
যে কূপীর আলোয় ঢেকেছে আধাঁর
যে মনে সাপের বান্ধবী কাহ্নপার বিদ্বেষ
যেখানে শোষণ মানে জংধরা স্বাপদ
মনমাঝি তুমি এড়িয়ে যেও সেই তপন
তুমি ঘাটিগাড়ো গোলপাতার শ্বাসমূলে
সিংহীর বিক্রমে তোমার পুরোটা জীবন ঝলসাবে
চাইনি আমি তা; ক্ষণিক বিভ্রমে তাই জ্বেলেছি সুনিল;
পিতা, হে সিংহী মাতা; গোলাপ, হে কামহীন কবি
তোমার অস্তিত্বের শেষ দরোজায় দেখো গন্তব্যখিল
মায়ায়, বড় তৃষায় আর কত বাড়াবে দরদ
খুব বড় ঝড়ের কাছে কাকুতি রাখো
বিষাদেরও আত্মজ প্রেম নামুক শেষ দরোজায়
আমার টেবিলের ঘুনপোকা সর্বনাশী খুব
মানেনা কবিতা সে মানেনা অসুখ
কখনও শোনে সে আধাঁরের গান
সিংহীর প্রার্থনা তাই অদৃশ্য প্রমান!
লাইম হাউজ, লন্ডন
১৫.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।