আমাদের কথা খুঁজে নিন

   

লালা হুজুরের প্রতি কৃতজ্ঞতা

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি... আহাম্মক শফি ওরফে লালা হুজুর নিয়া সংসদে যে বাতচিৎ হৈল তাতে আমাগো পাড়ার রশিদ মিয়ার খুব আনন্দ হৈছে। তিনি আনন্দে আত্মহারা হৈয়া তাহার রসের লালা প্রকাশ্যে ছড়াইতে লাগছে। এতো দিন পরে তিনি হেফাজতে ইসলাম আর বিরোধী দল বিম্পির সমর্থন পাইলেন। এখন তার শুধু লাইসেন্স টা দরকার। তাইলে তো সামনের বার থাইক্কা অন্যের মা-বইনগো চাটতে কোন সমস্যা নাইক্কা। সাপোর্টে তো দুই দুই টা দল আছেই তার মইধ্যে একটা আবার ইসলামী শরিয়তে জায়েজ বানাইয়া দিবো। রশিদ মিয়া লালা হুজুরের প্রতি অসীম কৃতজ্ঞতা বোধ করে। সে যতোবার হুজুরের ডায়লগ গুলা মনে মনে আওরায় ঠিক ততোবার সুরসুরি অনুভব করে, ততোবার লোল আসিয়া জমা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.