শরীরের কোথাও কেটে গেলে বা আঘাতজনিত কারণে ছিড়ে গেলে আপনার যা করনীয় ১। ক্ষতস্হানে ময়লা আবর্জনা , মাটি যেন না লাগে বা যত কম লাগে সেদিকে লক্ষ্য রাখুন। ২। পরিষ্কার কাপড় দিয়ে কিছুক্ষণ চেপে ধরুন। তারপর যাচাই করুন , যদি ক্ষত খুব গভীর হয় বা ফাঁকা বেশী মনে হয় বা রক্তপাত খুব বেশী হতে থাকে তারমানে সেলাই লাগবে, দেরী না করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে যান। ৩। ক্ষত কম গভীর হলে বা ছোট হলে পভিডন আয়ডিন (পভিসেপ সলিউশন) দিয়ে পরিষ্কার করুন তারপর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিতে পারেন।কোন লতাপাতা , পেস্ট লাগাবেন না। পরে চিকিৎসকের পরামর্শ অনুসারে টি টি ইন্জেকশন, এন্টিবায়োটিক ও ব্যাথার ঔষধ খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।