সরকার এদের পক্ষে, হাই কোর্ট এদের পক্ষে রাই দিয়েছে যে,
"" জাহাজ ভাংগার মিল করাতে যেন এদের কেও বাধা না দয়ে। "
কী জন প্রতারনা মূলক রাই, কৌশলে এই সকল রায় করানো হয়।
কিসের বাধা, কে দিল , কেন দিল তার কোন ইয়ত্বা নেই। কোন যায়গার উপর এই রায় বলবদ হবে তাও নির্ধারিত নয়।
এই রায় তারা যে কোন জায়গায় দেখিয়ে স্বার্থ হাসিল করবে।
কেও বাধা দিলে রায়ে র বলে যে কোন কিছু করার খমতা রাখে।
বন বিভাগের ১৫০০ হাজার গাছ কেঁটে নিয়ে গেছে এই সব -----।
সরকার জাহাজের উপর থোকে কর কমিয়ে দিয়েছে। আর ফার্ণিচারে উপর বারতি করারোপ করেছে। এর ই কু ফল এটি।
এই গাছ গুলি এর প্রায় সোয়া কোটি টাকা বিক্রি করবে।
""এতদিন তুমি ছিলে বীর
এ ধরনী গড়িয়াছ আমার আবাস।
আমাদের দেহে প্রাণের স্পন্দন
সেত আর কিছুনয়, তোমার প্রশ্বাস।
এইবার আমি উঠিয়াছি জেগে,
তোমারেদ সরাবই সবার আগে,
তার পর আমাওযে যেতে হবে,
সেকথা আমার নহে জানা।
কালা আমি ধন লাগি কাঙ্গালীপনা।
""
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।