আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর(!)

© তন্ময় ফেরদৌস আমাদের পরিবারে ভাই বোন কাজিন ভাতিজা, ভাগিলা ইত্যাদি ইয়তাদি মিলে পিচ্চিপাচ্চার সঙ্খা অনেক। দুস্টামিকে এরা মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে। আর আমি হলাম বাসার সবচেয়ে ভদ্র নিরিহ টাইপের ছেলে। কোন কিছুতে কাওকে না করতে পারিনা। তাই সব গার্ডিয়ান রা যখন আমার কাছে সেই সন্ত্রাসি বাচ্চাকাচ্চা গুলাকে চাপিয়ে দেয় আমি তখন না করতে পারিনা।

আর বাকি সময় টুকু আফসোস করতে থাকি, কেনো খাল কেটে হাঙ্গর আনলাম। সাধারনত প্রতি শুক্রবার আমাদের বাসা ছোট খাটো এক্টা শিশু পার্কে পরিনত হয়। সেখানে সকল আত্নিয় স্বজন তাদের ক্যাসেটগুলা আই মিন বাচ্চাদের নিয়ে আসে। আগে যদি জানতাম সবাই আমাদের বাসায় আসবে, তাইলে প্রথমেই আমি বাসা থেকে ভাগা দেই। কিন্ত কোন ওয়ার্নিং বাদেই সবাই চলে আসায় সেদিন আর সুযোগ পেলাম না।

রাতে যখন তারা বাসা থেকে বিদায় নেয়, আমার রুম তখন সুনামি পরবর্তি অবস্থার মত বিশৃঙ্খল। কান ধরেছি, বাচ্চা কাচ্চার কাছ থেকে একশ হাত দূরে থাকবো এখন থেকে। (অবশ্য এর আগেও অনেক বার প্রতিজ্ঞা করেছিলাম। লাভ হয় নাই। অনেক ভালোবাসিতো তাদের।

) ভাবলাম ব্লগার বন্ধুদের সাথে এই ইবলিশগুলার কিছু ছবি শেয়ার করি। এদের শান্ত চেহারা দেখে বিভ্রান্ত হবার কিছু নাই। উহারা সকলেই এক একটা গুন্ডা। একটা এলাকা গরম করে দেয়ার জন্য একটা বিচ্ছুই যথেস্ট। ১) এই পিচ্চির নাম সামিয়া।

দাত আছে অল্প কয়েকটা, কিন্ত একবার ওর কামড় খেলে বুঝবেন, কোয়ালিটি কামড়ের জন্য দুই চারটা দাতই যথেস্ট। দেখেন লজ্জা পেয়ে আবার মুখ ঢেকে রাখে !! তারপর কি আর রাগ করা যায় ? ২) নাম সৌমিক, বড় হয়ে মাফিয়াতে জয়েন করবে। বন্দুক, পিস্তল বাদে ওর আর কোন খেলনা নাই। ফাইটিং ছবি বাদে দেখেনা। ওর প্রিয় নায়ক জ্যাকি চেন আর পপাই।

দেখেন না আমার সাধের চেয়ার টাতে কি জমদারি ভাব নিয়ে বসে আছে। ও আবার সব সময় উলটা কমান্ড শুনে, বললাম , তোর একটা ছবি তুলি,সে চোখ বন্ধ করে ফেললো। যদি বলতাম, চোখ বন্ধ কর, তখন আবার চোখ খুলে ফেলে। ৩) এটা সৌমিকের গার্ল ফ্রেন্ড, নাইসা। সৌমিক যেখানে নাইসাও সেখানে।

ওরা আবার পাশাপাশি বাসায় থাকে। ৪)নাইসার সাথে এই বালিকার নাম অনন্তিকা। তারা আবার অনেক ভালো ফ্রেন্ড। সৌমিক যদি কোন কারনে নাইসার সাথে আড়ি নেয় তাহলে ফিল্ডে নামে অনন্তিকা। ৫) রিমেল আমাদের আইন্সটাইন।

এই আইন্সটাইনের অনুন জিনিস আবিস্কারের চেয়ে নিস্ট করার দিকে ঝোক বেশি। ওর বাসায় গেলে যে সিন সবচেয়ে বেশি দেখা যায় তা হলো, আন্টি ওকে শলার ঝাড়ু নিয়ে তাড়া করছে, আর ও ডাইনিং টেবিলের চারপাশে দৌড়াচ্ছে। এক্সময় আন্টি ক্লান্ত হয়ে ক্ষেমা দেয়। এই হচ্ছে মোটামুটি রিমেলের কাহিনী। ৬) তাসফিয়া হচ্ছে ছুপা রুস্তম, দেখলে মনে হয় ও ভাজা মাছটা উলটে খেতে পারেনা।

আসলে কিন্ত মাছের কাটা শুদ্ধ খেয়ে ফেলে। বাকি পোলাপান গুলারে কুবুদ্ধি দেয়া হচ্ছে ওর প্রধান কাজ। ৭) এটা ইলহামের ছবি। গম্ভির একটা ভাব নিয়া চলে। একবার না বলসে মানে না।

সেই না কে হ্যা করার জন্য আমার চাচা আর ছোটমা(চাচির) ঘাম ছুটে যায়। কিন্ত না আর হ্যা হয় না। কি পোস দিসে দেখেন। ৮) ইলহামের বড় বোন ইলমি। সেও হেব্বি গম্ভির।

খুব সুন্দর গান গায়, তবে সমস্যা হইয় যখন রাত দুপুরে গান গেয়ে প্রতিবেশিদের ঘুমের বারটা বাজায়। চাচা চাচি ওর অতিরিক্ত গানপ্রিতি নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় থাকে। ৯) এর নাম নিশিতা। আমার চাচাতো বোনের মেয়ে। অনেক সুইট।

ওর সমস্যা হচ্ছে, ওরে ভাত খাওয়ানো সাধারন মানুষের কাজ না। এর জন্য রোবট লাগবে। ওকে পপ্রতিবেলাখাবার খাওয়ানোর বাজেট টাইম মিনিমাম দুই ঘন্টা। ১০) এটা আমার ছোট বোন। বেশ আগের তোলা।

এখন সেভেনে পড়ে। সেই হচ্ছে এই সব বিচ্ছু পোলাপানের টিম লিডার। সব প্লান প্রোগ্রাম, সেগুলাকে ইম্পলিমেন্ট করা, ঝামেলা হলে লুকানোর জায়গা বের করা , এইগুলা হচ্ছে তার কাজ। আমি ওর থেকে দূরে দূরে থাকার চেস্টা করি। কখন কি করে কোন ঠিক নাই।

১১)এটা ওদের গাং এর ছবি। যেখানে ওদের দেখবেন, সেখানর আশেপাশেও থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। ১২) এটা সৌমিকের ছোট ভাই। একবার কোলে উঠলে নামতে চায় না, যতক্ষন না কোলের মাঝে হিসু করে। বুঝেন অবস্থা।

এবার আমার তোলা একটা ছবি দেই। ওরা আমার কেউ না, কিন্ত হতেও তো পারতো। আমাদের ভাই,বোন, ছেলে,মেয়ে, আত্মীয় সবার প্রতি যেই মায়া দেখাই তার কিছুটা অংশ কি ওরা পেতে পারে না ?? -------------------------------------------------------- পোস্ট উৎসর্গঃ বড় বিলাই আপু। সামুর জীবনে প্রথম পোস্ট কিন্ত ওনার ব্লগের। কখনো ওনাকে ধন্যবাদ জানানো হয় নাই।

এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলাম। টারজান কে নিয়ে অনেক অনেক ভালো থাকুন আপু। ------------------------------ আমার অন্যান্য ছবিপোস্টগুলা দেখার জন্য ঘুরে আসতে পারেন, ছবি দেখবেন ছবি ? এবার আসলাম ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে। ছবি দেখবেন ছবি ?? একটি সলিড ফটোগ্রাফিক পোস্ট। আমার কিছু স্মৃতি এবং অসাধারন কিছু গ্রাফিক ডিজাইনের বড় একটা কালেকশন(ছবি যেখানে গল্প বলে) আবারো ফটোগ্রাফি- যারা পোরট্রেইট ছবি তুলতে ভালোবাসেন সুন্দরবন টুর,কিছু ফটোশট........(ইহা একটি ফটোব্লগ,যারা ফটোগ্রাফি ভালোবাসেন) ---------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.