আমাদের কথা খুঁজে নিন

   

হিডেন ক্যাম আর দ্বিমুখী আয়না থেকে কিভাবে বাচব?

পার্সোনায় হিডেন ক্যামেরা নিয়ে হৈ চৈ হচ্ছে ব্লগ গুলোতে, মোবাইল দিয়ে হিডেন ক্যামেরা ধরার উন্নত (!) প্রযুক্তি দিয়ে কেউ কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যা একেবারেই ভুয়া, কেন বলছি, টু জি মোবাইল নেটওয়ার্ক ৮৫০, ১৯০০ মেগা হার্টজ এ কাজ করে্‌, এই রেঞ্জ এর নেট ডিজএব্যল করতে কাছাকাছি ফ্রিকোয়েন্সির লো এমপ্লিচোড সিগনাল দরকার, ফাইবার অপটিক্স এর সিগনাল এর ধারে কাছে ও নেই, সুতরাং উপরের বুদ্ধি কাজ না করাই স্বাভাবিক। যে গ্লাস দিয়ে অর্ধেক আলো প্রতিফলিত হয়, (দর্শক তাই ভাবে আয়না), বাকি অর্ধেক ট্রান্সমিট হয় (অন্যপাশ থেকে দেখা যায়), এটাকে হাফ সিল্ভার্ড মিরর বলে। (diaphanous) এটা তে সরাসরি টর্চ মেরে দেখা যেতে পারে, যে আলোটা প্রতিফলিত হবে তা যদি মুল আলোর সমান ওজ্জল্য বিশিষ্ট্ হয়, তাইলে আয়নাই, যদি প্রতিফলিত আলো একটু নিস্প্রভ মনে হয়, তাইলেই, ঝামেলা আছে! হিডেন ক্যাম কিন্তু নিজে খুজে বের করতে হবে, ধরুন, আপনি নিজে একটা ক্যাম বসাবেন, তাহলে কোথায় বসাবেন? যেখান থেকে সবচেয়ে ভাল ভাবে ছবি পাওয়া যায়, তাইনা? তাই বাথরুমে, টয়লেট সিটের সামনে/পিছনে ( ফ্লাশের সামনে), কিংবা ছাদে (কাপড় চেঞ্জ রুমে) একটু খেয়াল করে দেখুন, কোন অস্বাভাবিক ফুটো বা ছিদ্র চোখে পড়ে কি না? চার পাশের দেয়ালে চোখ বুলান। কোন পুতল/ভালুক আছে কিনা, ওটার চোখে খেয়াল করুন। বাজারে প্রাপ্ত ক্যামেরা গুলা কমপক্ষে বলপেনের সমান ব্যাসার্ধের হবে, তাই অই মাপের ছিদ্র দেখলে সতর্ক হোন। (আর কিছু মাথায় আসছেনা, আসলে পরে পোষ্টাবো, নিজে সতর্ক থাকার উপ্রে আর অষুধ নেই, প্রিয় বোনেরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.