আমাদের কথা খুঁজে নিন

   

আসুন, জগন্নাথের ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাই।

বাংলাদেশের মানুষের গড় বাত্সরিক আয় কত জানেন ? জানলে বলেন তো কিভাবে জগন্নাথের ছাত্ররা ছয় মাসে ২০০০০ হাজার টাকা করে দিবে ? জগন্নাথে যে ২৫,০০০ হাজার ছাত্র ছাত্রী পড়ে তারা সবাই কি এই টাকা যোগান দিতে পারবে ? কোনো ছাত্র যদি ফি না দিতে পেরে পড়ালেখা ছেড়ে দেয় তার দায় কে নিবে ? শিক্ষা আমাদের মৌলিক অধিকার । সরকার বাধ্য আমাদের শিক্ষার ব্যবস্থা করতে । সরকার একটা বিমানবন্দরের নাম পরিবর্তন করলো এক হাজার ২০০ কোটি টাকা গচ্চা দিয়ে । ২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আসলেন জাতিসংঘে "শান্তির প্রস্তাব" উপস্থাপন করে । জাতিসংঘের ক্যাফেটেরিয়াতে এক বেলা খেয়ে খরচ করে ৮ হাজার ২শ’ ডলার ।

তাহলে জগন্নাথের ২৫ হাজার ছাত্র ছাত্রীর শিক্ষার জন্য অর্থায়ন করতে পারবেন না কোন যুক্তিতে ? কেন এতগুলো জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন ? অনেকে এখন বলবেন এই আইন তো বিগত সরকারের আমলে করা কোন জিনিষটা এই সরকার বহাল রেখেছে ? সব কাজ এই সরকার এসেই বাতিল করেছে , নাম বদল করে নাই এমন কিছু অবশিষ্ট নাই , তো এই আইন বাতিল করতে সমস্যা কোথায় ? "ভালো কাজ করতে গেলে পেটে ব্যথা" ব্যপারটা এই রকম হয়ে যায় না ? কেউ কেউ এখন আর কিছু বলতে না পেরে বলবেন, ছাত্ররা ভাংচুর করেছে । আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো ? সদরঘাট থেকে চার হাজার ছাত্র মিছিল নিয়ে কদম ফোয়ারা পর্যন্ত গেল। এই রকম ব্যস্ত একটা রাস্তায় ৩ - ৪ কিলোমিটার মিছিল গেল একটা গাড়ির গ্লাসে ও ঢিল পড়ল না কেন ? কদম ফোয়ারায় ছাত্ররা ৪ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখল । কেন একটা গাড়ির জানালাও ভাঙ্গলো না ? কারণ ছাত্ররা সংযমী ছিল। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছে ।

কিন্তু যখন সরকারের ক্যাডার বাহিনী ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা চালালো , এবং পেটুয়া পুলিশ বাহিনী তাদের সমর্থন দিয়ে ছাত্রদের উপর হায়েনার মত ঝাপিয়ে পড়ল , তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে । এবং তখনই কিছু ভাংচুরের ঘটনা ঘটে । একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না , ছাত্রলীগ কি ছাত্র না ? তাদের কি বর্ধিত ফি দিতে হবে না ? তারা কি করে নিজেদের সহপাঠিকে পদদলিত করে ? তারপর তো সাধারণ ছাত্রদের ক্ষোভের মুখে পরে ছাত্রলীগ বিড়ালে পরিনত হলো । ছাত্ররা পুলিশকে দৌড়িয়ে ক্যম্পাস ছাড়া করলো । সাবাস , ছাত্ররা অন্যায়ের উপযুক্ত জবাব দিতে শিখেছে ।

খাচায় বন্দী বাঘ আর গলায় শিকল পরানো কুকুর কিন্তু এক কথা নয় । ছাত্রলীগ সরকারের ক্যাডার বাহিনীতে পরিনত হয়েছে আর সাধারণ ছাত্রদের খাচায় বন্দী করে রাখা হয়েছে । তারা ক্ষোভে ফুসে উঠেছে আজ । সাধারণ ছাত্ররা খাচা থেকে বেরিয়ে গর্জন করে উঠলে কুকুরগুলো পালানোর পথ খুঁজে পাবে না। সময় থাকতে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন ।

ছাত্রদের ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিবেন না । তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে । from::তুমি অধম , তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.