আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথের শিক্ষার্থীদের সমাবেশে বাধা, আটক করা হয়েছে ২২ জনকে।

আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না। জগন্নাথের শিক্ষার্থীদের সমাবেশে বাধা, আটক ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ২২ জনকে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পুরান ঢাকার এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ ছিলো শুক্রবার বিকাল ৪টায় শাহবাগে। কিন্তু সমাবেশস্থল জাতীয় জাদুঘরের সামনে সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়া মাত্রই তাদের আটক করে ভ্যানে তুলতে শুরু করে পুলিশ।

২০ মিনিটে ২২ জনকে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, "এখানে সমাবেশের কোনো অনুমতি নেওয়া হয়নি। " জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন তিনি। গত রোববার থেকে আন্দোলনের মুখে বুধবার এ পাবলিক বিশ্ববিদ্যালয় পূজার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করে।

শিক্ষার্থীরা ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবি জানাচ্ছে। এ ধারায় বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে। এতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার পর শিক্ষার্থীরা গত রোববার বিক্ষোভে ফেটে পড়ে। জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভের সময় ভাংচুর চালালে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। শিক্ষার্থীরা ওই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

এর পাশাপাশি বেদখল হল উদ্ধার, শিক্ষক সঙ্কট দূর করার দাবিও রয়েছে তাদের। আগামী ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ অক্টোবর শহীদ মিনারে সংহতি সমাবেশের কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের। এছাড়া ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.