জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদ
সরোজ মেহেদী
বিশববিদ্যালয়ে ১টা চান্সের জন্য কত কষ্টনা করেছি্। রাত দিন খেয়ে না খয়ে পড়া। তবু টনক নড়লনা ঢাবির । আশংকায় কেপে উঠে বুক তবে কি ঢাক ছাড়তে হবে? চোখের সামনে ভাসে জগননাথের ছোট ক্যাম্পাস। না বিমুখ করেনি জগননাথ নিজের বুকে চির আপন করে নেয় আমাদের ।
বিশববিদ্যালয়ে ভর্তি হওয়ার আনন্দে কিযে উন্মাদনা তা এক সাগর কলমের কালিতে লেখে বুঝানোর মত নয় । ভর্তি হওয়ার পর দেখলাম জগন্নাথ এখনও ঠিক বিশ্ববিদ্যালয়ের মত অবকাঠামোগতভাবে গড়ে উঠেনি । চারদিকে নাইয়ের ফিরিস্তি । শুধু নাই আর নাই। তবু আমাদের বিশ্ববিদ্যালয় ।
যার সাথে জড়িয়ে আছে আমাদের ভাঙ্গা গড়ার স্মৃতি । ২৫ হাজার শিক্ষাথীর্র মা জবি। সন্তানদের কষ্ট দেখা ক্লান্ত আসহায় রমনী । কর্তারা খেয়ে দেয়ে নিজেদের পেট বড় করছে , জবির ভাগ্যে কিছু জুটেনি । আমাদের ক্লাস করার জন্য নির্দিষ্ট কোন শ্রেনী কক্ষ নেই, ৩টি বিভাগের ক্লাস ১টি কক্ষে হচ্ছে ।
কতৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার । গত দুয়েক বছর ধরে তারা বলে আসছে আগামি কয়েকদিনের মধ্যে ক্লাস সমস্যার সমাধান হবে। যেসব রুম তালা বদ্দ আছে সে সব খুলে দেয়া হবে । কাজের কাজ শুভংকরের ফাকি । মিথ্যা স্বান্তনা ।
ক্যাম্পাসে খাবার পানি নেই , বাথ রুমগুলোর আবস্হা যাচ্ছেতাই , পরীক্ষা দেবার জন্য আলাদা কোন রুম নেই , জবির ক্যান্টিনে খাওয়া আর শেরাটন হোটেল খাওয়া একই কথা , সেই আর্থে সেমিনার রুম নেই বলা ভাল , লাইব্রেরীর বেহাল দশা , তার দিকে তাকালে যেন মায়া হয় । আর গত পাচ বছরে ১টা হল ও উদ্ধার হয়নি। অথচ জগন্নাথের ১২টি হল ভূমি দস্যুদের দখলে । প্রশাসন এ ক্ষেত্রে চুরান্ত ভাবে ব্যর্থ , ইল্টো হলগুলো নতুন করে দখলে নিয়েছে ভূমি দস্যুরা । দুর্নীতিবাজ ভিসি তার খবরও জানেনা ।
নিজের আখের গুছানুতে ব্যস্ত সে । হল উদ্ধরের দাবিতে সাধারন শিক্ষার্থীরা আন্দোলনে নামতে চাইলে তিনি রেরিয়ে দেন পেটোয়া পুলিশ বাহিনী । জগন্নাথে চলছে রাজার শাসন , জবির রাজা মি. ভিসির কর্নকুহরে সাধারন শিক্ষার্থীদের কান্না পেৌছায়না ,
প্রধানমন্ত্রী আপনার কানে পেৌছাবে কী ? ? ? ? প্রধানমন্ত্রী আপনার কানে পেৌছাবে কী ? ? ? ? ? যদি না পেৌছায় তবে জবির আসহায় শিক্ষার্থীরা একদিন তার উপযুক্ত জবাব দেবে . . . মনে রাখবেন প্রধানমন্তী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।