মশিউর রহমান মিঠু গণমানুষের সংগ্রামী কন্ঠ কামরুদ্দিন আফসার ভাই। আজীবন আপনার কন্ঠ জ্বলসে উঠেছিল অন্যায়-শোষন-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে। খ্যাতি কিংবা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মোহ আপনাকে স্পর্শ করতে পারেনি। শুনেছি সংগীতে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো। আপনার তখনকার সতীর্থরা কিংবা অনুজেরা মিডিয়ার খ্যাতি অর্থ দুটোই অর্জন করেছে।
আপনি সেদিকে ফিরে তাকান নি। কারণ আপনার আদর্শ- এসব বানিজ্যিক মিডিয়াতে গণমানুষের জীবন ও সংগ্রামের কথা বলা যায় না। তাই আপনি গণমানুষের মুক্তির কথা বলার জন্য বেচে নিয়েছিলেন মুক্ত মঞ্চ। নীরবে আরো অনেক কাজ করার জন্য আপনাকে সুস্থ্য হয়ে উঠতে হবে আফসার ভাই। প্রগতিশীল রাজনৈতিক আদর্শে আপনার বিশ্বাস; কিন্ত কোন রাজনৈতিক দলের গন্ডিতে নিজেকে বাঁধেন নি।
বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর নিচে আপনার ছোট্ট বই এর দোকান, দীপ্র প্রকাশনী। দোকানে সমস্ত ছিলো মুক্ত চিন্তার বই-পত্র-পত্রিকা। আপনি কলিদার পাঞ্চাবী ও পাজামা এবং মোটা ফ্রেমের চশমা পরে বসতেন বই এর দোকানে। আহা মুক্ত চিন্তার ফেরিওলা। আফসার ভাই আপনাকে সুস্থ্য হয়ে উঠতে হবে।
যেখানে আপনার কথা বলেছি, প্রচুর সাড় পেয়েছি। সামুর স্টিকি করা পোস্টের মাধ্যমেও প্রচুর সাড়া মিলেছে। আপনি কারো কাছে কিছু চাননি। আমরা কি আমাদের সরকারের কাছে আপনার চিকিৎসা ব্যয়ভার আশা করতে পারি না? আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি খ্যাতিমান লেখক হুমায়ুন আহমেদকে চিকিৎসা সহায়তা দিয়েছন। হুমায়ুন আহমেদ দেশের জনপ্রিয় লেখক।
তাঁর চিকিৎসা ব্যয় বহন করার মত প্রকাশকগণ রয়েছেন। তবুও প্রধানমন্ত্রী নিজের দায়বোধ থেকে তাঁকে সহায়তা দিয়েছেন। যদি তাই হয়,তবে কি প্রধানমন্ত্রী কপর্দকশুন্য একজন গণসংগীত শিল্পির চিকিৎসাভার বহন করতে পারেন না। আমাদের এ চাওয়া কি খুব বেশি কিছু। আফসার ভাই এর চিকিৎসা সহায়তায় কনসার্ট হবে আজ বিকেলে চারুকলার ছবিরহাটে।
মাত্র ১০০ টাকায় সহায়তা টিকিট পাওয়া যাবে সেখানেই। সবা্ইকে আমন্ত্রন এবং সহায়তা কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।