জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধকরণ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘গণজাগরণ চত্বরে’ চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
সোমবার বাংলানিউজের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি চলমান আন্দোলনে তার ‘অকুণ্ঠ সমর্থন’ জানিয়েছেন।
শিল্পী প্রতুল মুখোপাধ্যায় বলেন, “গণশত্রু এবং মৌলবাদীদের বিরুদ্ধে ঢাকায় যে আন্দোলন চলছে, তার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে। ওই চত্বরে যে গণঅভিপ্রায় দেখা গেছে তার সঙ্গে সমর্থন না জানিয়ে উপায় নেই। ”
তিনি আরো বলেন, “কলকাতায় বসে বারবারই আমার মনে হচ্ছে যদি বাংলাদেশের তরুণদের সঙ্গে আমিও থাকতে পারতাম।
সরাসরি হয়তো দেখতে পারছি না, তবে গণআন্দোলন এবং গণইচ্ছার উত্তাপ অনুভব করতে পারছি। ”
‘আমি বাংলার গান গাই’ খ্যাত এ শিল্পী আরো বলেন, “অনেক ক্ষেত্রে আমি নিজেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলি। কিছুটা অস্বস্তিও আছে। কিন্তু ৭১-এ যে অপরাধ তারা (জামায়াত) করেছে তার একমাত্র শাস্তি ফাঁসিই হওয়া উচিত। ”
প্রবীণ এই শিল্পী আরো বলেন, “যে গণজাগরণ এবং গণঅভিপ্রায়ের সৃষ্টি হয়েছে তা অভূতপূর্ব।
”
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।