লিখেছেন, মানিক সাহা
পত্রিকায় প্রকাশিত খবরে জানাগেছে, গত কয়েক দিন আগে গাইবান্ধা’র গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকার একজন শিবির কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তার কম্পিউটারে রেখে বিভিন্ন জনের মোবাইল ফোনে ডাউন লোড করে দিত। আমিরুল ইসলাম নামের ঐ শিবির কর্মী কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। গত রোববার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ অভিযান চালিয়ে তার কম্পিউটার সহ তাকে আটক করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে।
ঘটনার বিবরণে জানাগেছে, ঐ শিবির কর্মী একটি কুরুচিপূর্ন ছবির সাথে প্রধানমন্ত্রীর মাথা জুড়ে দিয়ে তা বিভিন্ন মানুষের মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে আটক করে।
একজন সচেতন ও বিবেকবান মানুষ হিসাবে আমরা এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র ধিক্কার জানাই। রাজনৈতিক দিক থেকে নানা মতভেদ থাকতে পারে। একজন প্রধানমন্ত্রী অনেক সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে এমন ন্যাক্কার জনক কাজ কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। তাই ঐ শিবির কর্মীর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
যেন ভবিষ্যতে আর কেউ এই ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।