আমাদের কথা খুঁজে নিন

   

ভক্তের ঢিলে আহত শাকিব

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার। ভক্তের ছোড়া ঢিলে আহত হলেন নায়ক শাকিব খান। মানিকগঞ্জের সাটুরিয়ায় সোহেল আরমানের 'এই তো প্রেম' ছবির শুটিংয়ে অংশ নিতে গিয়ে ঘটল এমন বিপত্তি। নির্মাতা জানালেন, ১৯ সেপ্টেম্বর থেকে এই ছবির শেষ পর্যায়ের শুটিং শুরু করা হয়েছে এখানে। ২৬ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেন শাকিব খান।

তাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে তার হাজার হাজার দর্শক-ভক্ত ছুটে আসে শুটিং স্পটে। তারা তার সঙ্গে কথা বলতে চায় ও তাকে একটু ছুঁয়ে দেখতে চায়। এখানেই ঘটে বিপত্তি। অবশেষে ভিড় সামলাতে ডাকা হয় পুলিশ। এতে ক্ষেপে গিয়ে শাকিবের ভক্তরা তাকে ঢিল ছুড়ে মারতে থাকে।

ভক্তের ছোড়া ঢিলে সামান্য আহত হন কিং খান। শাকিব বলেন, 'এই আঘাত কিছুই নয়, এটা আমার জন্য ভক্তদের দেওয়া ভালোবাসার উপহার। এতে কিছু মনে করিনি। বরং খুশি হয়েছি। কারণ তারা যে আমাকে এত ভালোবাসে এ ঘটনা না ঘটলে তা হয়তো বুঝতেই পারতাম না।

Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.