এই পরিশ্রমের পুরস্কারও মিলেছে হাতেনাতে। আমন্ত্রিত হয়েছেন টিম বাসে, জার্সিতে পেয়েছেন খেলোয়াড়দের সই।
আর্সেনালের ফুটবলাররা বাসে করে যাচ্ছিলেন হ্যানয়ের ওয়ান পিলার প্যাগোডা পরিদর্শনে। খেলোয়াড়রা খেয়াল করলেন, যানবাহন কাটিয়ে বাসের পাশে পাশে দৌড়িয়েই চলছে আর্সেনালের জার্সি পরা এক তরুণ। হ্যানয়ের যানজটের সৌজন্যে বাসের সঙ্গে আঠার মতোই লেগে ছিলেন তিনি।
শেষে খেলোয়াড়রাও উৎসাহ দিতে থাকেন তাকে।
এক পর্যায়ে বাস থামিয়ে ডেকে তিয়েনকে যেকে নেয়া হয় ভেতরে। শুধু তাই নয়, খেলোয়াড়রা তাকে পাশে বসিয়ে জার্সিতে অটোগ্রাফও দিয়েছেন।
পরে বিবিসিকে ২০ বছর বয়সী তিয়েন জানান, তিনি শুধু তার প্রিয় খেলোয়াড়দের দেখতে চেয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি আর্সেনালের ঘোর সমর্থক।
"আমি কখনই ভাবিনি, আমার এ ভাগ্য হবে। আমি বাসে উঠছিলা তখন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার আর ফুটবলারা আমাকে উৎসাহ দিচ্ছিল। ভক্তদের প্রতি তাদের ব্যবহার দেখে আমি অবাক হয়েছি।
বুধবার প্রীতি ম্যাচে ভিয়েতনামের জাতীয় দলকে ৭-১ গোলে হারায় আর্সেনাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।