আমাদের কথা খুঁজে নিন

   

আশ্বিন এর বৃষ্টি আর বাঙ্গলীর আকাশ কুশুম ভাবনা । (একটা ফান পোস্ট )

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি আজ বৃষ্টি হচ্ছে । আশ্বিন মাসে বাংলাদেশে বৃষ্টি হবার কথা নয় । কিন্তু হচ্ছে , কিন্তু কেন হচ্ছে?? আপনার কি কোন ধারনা আছে?? না থাকলে আসুন আমরা জেনে নেই একটি জনমত জরিপ থেকেঃ নাস্তিকঃ আরে ভাই এটা কোন কথা হইল!!! আসলে এইখানে স্রষ্টার কোন হাত নেই । বিশ্বের বৈষ্ণিক উষ্ণতা এর জন্য দায়ী । আসুন দেখি কিভাবে বৃষ্টি হয় ।

এর জন্য বলা যায় ধর্মীয় গোড়ামীকে । তারা গোড়ামির কারণে ......................... (ব্ল্যা ব্ল্যা ব্ল্যা) আস্তিকঃ আরে বলবেন না , এগুলো হল নাস্তিক দের বাড়াবাড়ির ফল । ওরা নিজেরা পাপ কর্ম করে , সবাইকে বিপদে ফেলেছে । আসুন ধর্মভাই বোনেরা , আমরা এই নাস্তিকদের.......................(ব্ল্যা ব্ল্যা ব্ল্যা) জামায়েত/শিবিরঃ আরে অযোগ্য সরকার দেশ পরিচালনা করছে । কোন আইন মানছে না ।

ধর্ম থেকে বিচ্যুত হইসে । এইগুলা হল গজব পড়ছে । বাকশাল সরকার হিন্দুদের সাথে হাত মিলিয়ে দেশকে কাফের এর রাজ্যে পরিণত করতে চায় , তাই এই গজব, এখন সময় এসেছে জেহাদ.................(ব্ল্যা ব্ল্যা ব্ল্যা) বি এন পিঃ এই সরকার দেশকে একটা তাবেদারী রাজ্য বানাতে চায় । দেশের কথা ভাবে না । জনগন আমাদের সাথে আছে , আমরা রাস্তায় নেমে আন্দোলন করব ।

এই আশ্বিন মাসে বৃষ্টি ভারতের সাথে অসম আর অন্যায্য চুক্তির ফল । আমরা কঠোর কর্মসূচি ঘোষনা দিব , অন্তর্বর্তী কালীন নির্বাচন চাই , আপ্নারা কেউ ঘরে ফিরে যাবেন না , আর সংসদে ফিরার পরিবেশ নাই , আন্দোলন এর ইস্যু হবে আমার ঘর নিল ক্যান?? তারেক কে কেন দূর্নীতিবাজ............................(ব্ল্যা ব্ল্যা ব্ল্যা) আওয়ামীলিগঃ আজকের এই অসময়ের বৃষ্টি বিরোধীদলের চক্রান্ত । দেশের শান্তি নষ্ট করে তারা শত্রুদের সাথে হাত মিলিয়েছে । আজকের এই বৃষ্টি যুদ্ধাপরাধী বিচার বিগ্নিত করার ষড়যন্তের একটা অংশ । এরা স্বাধীনতা বিরোধী চক্রান্ত ।

আসুন আমরা সংসদে বসি । আলোচনা করি । আমরা শক্ত হস্তে এই বৃষ্টি নামানোর অপকৌশল দমন করব । আর গড়ে তুলব , সোনার বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন ...................... (ব্ল্যা ব্ল্যা ব্ল্যা) সাধারন মানুষঃ আর সাধারন মানুষ ?? তারা জানে না কোনটা কার ষড়যন্ত্র ? তাদের দাবী দুবেলা দুমুঠো ভাত । তারা জানে খালেদা , হাসিনা, নিজামী যতই দ্রব্যমূল্য উর্ধগতি বলে চিল্লাক , এরা নিজেরা ঠিকি বাইরে থেকে চাল এনে ভাত খাবে ।

তা যত টাকাই লাগুক । সাজ গোছ করতে অনেক টাকা ফেলেদিবে , কারন ক্যামেরার পোজ বলে কথা । তারা তো আর সাধারন মানূষ না , তারা দেশরত্ন , দেশনেত্রী , ধর্মরক্ষক । তারা মহামানব । আর যত মূল্যহীন হচ্ছে এই বলি হওয়া সাধারন মানূষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।