ব্লগার বন্ধুরা একদিন লিখেছিলেন মেহেরজান আছে- রুমি ( RUMI-The Legend) কে নিয়ে কিছু নেই, সেইসব বন্ধুদের সাহায্য আজ আমার খুব প্রয়োজন । অনেকদিন ধরেই মিডিয়া’তে কাজ শুরু করবো করবো ভাবছিলাম কিন্তু শত ব্যাস্ততার ভীরে আমার মানবিক আবেদনগুলো কেমন যেন অনুভ’তিহীন হয়ে যাছ্ছিল-কিন্তু ব্লগার জিকসেস ভাই তার রূমিকে নিয়ে লেখা দিয়ে আমার অস্তিত্ব কে এমন করে নাড়িয়ে দিয়ে গেলেন তার জন্য তাকে প্রাণ ডালা অভিনন্দন । ব্লগার বন্ধুরা আমি খুব সাধারণ একজন মানুষ,হয়তো রুমি’র মতো একজন মহান সৈনিক/গেরিলা কে আমার প্রথম পরিচালনা টেলিফ্লিম ” রুমি ( RUMI-The Legend) কতটুকু প্রকাশ করতে পারব জানিনা, এই জন্য সবার সহযোগীতা আমার প্রয়োজন । কারন জীবিত রুমি থেকে শহীদ রুমি অনেক বেশী জীবন্ত ! দয়াকরে আপনারা আমাকে কিছু আইডিয়া দিবেন - রুমি চরিত্রের জন্য আমাদের কোন অভিনেতা মানানসই ? জাহানারা ইমাম- চরিত্রের জন্য আমাদের কোন অভিনেত্রী মানানসই ? আলতাফ হোসেন- আমার পছন্দ ( আহম্মেদ রুবেল) রুমি ’র প্রেমিকা,আরো অনেক চরিত্র । এবং কেউ যদি অভিনয় করতে আগ্রহী থাকুন তবে আমাকে আপনার সিভি, ছবি পাঠাবেন । মিউজিক করতে আগ্রহী’রা যোগাযোগ করতে পারেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।