আমাদের কথা খুঁজে নিন

   

আমার বালিশ

রাত বলেছে যাই ..... আমার যত নালিশ, বোঝে আমার বালিশ। । নিঝুমরাতে কেউ কাছে নাই আছিস শুধু তুই, তোর বুকেতেই মাথা রেখে নিশ্চিন্তে শুই। মনের সুখে জড়াই তোকে কেঁদেও ভাসাই তোকে, তোর বুকেতেই স্বপ্ন দেখি ঘুমের আঁকেবাঁকে। মনের কথা বলবো কাকে, মনের মানুষ কই? তুই-ই আমার সখা রে বালিশ তুই-ই আমার সই।

রাগলে পরে, বকবো কাকে কে আর আছে আমার? তোর ওপরেই চলে আমার সকল অত্যাচার। দুঃখ-সুখের সব চোখের জল তোর কাছে হয় জমা, যা ইচ্ছা বলি তোকে চাইতে হয় না ক্ষমা। সুখের দিনে দুখের রাতে তোকেই কাছে পাই, তাইতো আমি নালিশ নিয়ে তোর কাছেতেই যাই। কারন, আমার যত নালিশ, বোঝে আমার বালিশ। ।

বি.দ্র:কবিতার প্রথম দুই লাইন আমার না। কিন্তু কে যে লেখছে জানি না। সুতরাং যে কেউ উপযুক্ত প্রমানসহ লাইন গুলো নিজের বলে দাবী করতে পারেন। আর সম্পূর্ণ কবিতার শিল্পমূল্য খুঁজতে না যাওয়াই ভালো কারন এতে অবশেষে ঘোড়ার আন্ডা ছারা আর কিছুই পাওয়া যাবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।