Anything doesn’t mean everything আকাশের উড়ন্ত রঙ্গিন ঘুড়ি কার না ভাল লাগে। ছোট বেলায় সুযোগ পেলেই সুতো কাটা ঘুড়ির পেছনে দিতাম ছুট। যদিও এমনসুযোগ ছোট বেলায় আমার তেমন একটা হয়ে উঠেনি। আজ অনেক দিন পর একটা সুতো কাটা ঘুড়ি দেখে নিজের অজান্তেই মনের ভেতর একটা উল্লাসিত তরঙ্গ বয়ে গেল। মনটা চাইল ঘুড়ির পেছনে ছুটে যেতে কিন্তু মনের আগেই বড় হয়ে যাওয়া দেহের পা গুলো মনের সাথে একমত হলই না। ছুটে যেতে পারলাম না হয়তো সামাজিক কিংবা মানসিক কারনে কিংবা দুটোই। আমার এক বন্ধু প্রায়ই একটা কথা বলে- " জীবনের অর্থ বোঝার আগেই জীবিকার সন্ধানে "...... তার এই কথাটা খুব করে মনে আজ আছড়ে পরছে... এই কথার মানে আমি অনেক আগেই বুঝেছি, হয়তো আজ উপলব্ধি করলাম...... কিছু ব্যাস্ততা আছে যা মানুষ চায়না... অভিধানিক ভাষায় ওই সকল ব্যাস্ততা গুলকে কেও বলে দায়িত্ব, কেও বলে কর্তব্য... তেমন কিছু ব্যাস্ততা থেকে যখন একটু অবশর পাই, তখন মনে হয় হয়তো হাটার আগে দৌড়ানো শিখেছি... কষ্ট হয় তখন যখন দোষ গুলো কারো উপর চাপিয়ে দেয়ার মতো কাওকে খুজে পাইনা... কানায় কানায় সভ্যতা পূর্ণ সমাজে মানুষ হয়ে জন্মেছি তাই হয়তো জাতি ধর্মের কারনে কিংবা স্বভাবত নিজেকে দোষারোপ করার ক্ষমতা হাড়িয়ে ফেলেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।