একটা মন লাগবে, একটা কবিতা লিখার মন কলমের কালির মত ভালবাসা বসবাস করে যে মনে। আর............ কয়টা জ্বলজ্বলে তারা লাগবে কবিতাকে সাজাতে, সেখানে আঁধারে ঘিরে যায় সেখানে সে আলো জ্বালবে। আর লাগবে....... না বলা কিছু ভাললাগা যাকে দেখা যায়না, ছোঁয়া যায়না, থাকে শুধু অনুভবে অনুভবে। উম! কাগজের বদলে ............. লাগবে একটা সুনীল আকাশ। যে আকাশের কবিতা পড়ে নেবে সবাই নিমিশে নিঃশেষে!! তানিয়া হাসান খান সময়ঃ বিকাল : ৫:০২ মি. তারিখ: ২২/৩/১৩ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।