আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ীতে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

সোমবার সকালে যাত্রাবাড়ীর ধলপুল ইসলামিয়া হাসপাতালের সামনে এই সংঘর্ষ হয়।
গোলাম আযমের মানবিতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার দিন হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছোড়ে পুলিশ।
এতে সাত ক্যামেরাপার্সনসহ ১৫ জন আহত হন বলে সাংবাদিকরা জানান।
প্রত্যক্ষদর্শী বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জ্যেষ্ঠ প্রতিনিধি শফিক শাহীন ও সময় টেলিভিশনের প্রতিবেদক মনিরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ইসলামিয়া হাসপাতালের সামনে জামায়াত-শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ ছররা  গুলি ছুড়ে। এতে সাংবাদিকরা আহত হন।


আহতদের মধ্যে এনটিভির জ্যেষ্ঠ ক্যামেরাপার্সন হেলাল আহমেদ সুজিতকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ধলপুল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সুজিতের পেটে ও বা হাতে গুলি লেগেছে বলে শফিক শাহীন জানিয়েছেন।
তবে পুলিশের গুলিতে সাংবাদিক আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের ছোড়া হাতবোমার স্প্রিন্টারের আঘাতে সাত ক্যামেরাপার্সন আহত হয়েছেন।


“ওখানে জামায়াত-শিবির জড়ো হচ্ছে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা গেলে শিবির কর্মীরা এলোপাতাড়ি ককটেল ছোড়ে। তাতে সাংবাদিকরা আহত হন”, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.