আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ীতে বাসে আগুন

এছাড়া ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে রাজধানীর বিভিন্ন স্থানে।  
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ৬টার দিকে মাতুয়াইল এলাকায় গাবতলীগামী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসচালকের বরাত দিয়ে তিনি বলেন, শিবিরের একটি মিছিল থেকে প্রথমে গাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এরপর বাসে আগুন দেয় তারা।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে এসআই এমরান জানান।


অবরোধ ও হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া-আসা করছে না।
রাজধানীর সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা কম।
অবশ্য সদরঘাটে  লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ নিয়ে তৃতীয় দফা সারা দেশে বিরোধী দলের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলছে।

৭২ ঘণ্টার এই অবরোধ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলার কথা।    
এদিকে বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা  মহানগরে রোববার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকলেও পরে তা ১২ ঘণ্টা কমিয়ে আনা হয়।
নির্বাচন ঘিরে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যেই বাংলাদেশ সফর করছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো। তার এই সফরকে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্ততার শেষ সুযোগ হিসাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.