শনিবার সকালে যাত্রাবাড়ীতে সরকারি সংস্থা বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরানো হয়েছে বলে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সকাল সোয়া ৯টার দিকে যাত্রীবাড়ীর পূর্ব পাশে কুতুবখালীতে দোতলা একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দমকলকর্মীরা আগুন নেভাতে গেছে।
বিআরটিসির এই বাসটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল। যাত্রবাড়ী ফ্লাইওভারের পূর্ব প্রান্তে এতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইওভারের ওঠার মুখে জ্যাম ছিল।
সেই জ্যামের মধ্যেই বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ”
আগুন লাগানোর পর যাত্রীরা নিরাপদে নেমে আসতে পেরেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এতে কেউ আহত হয়নি।
বাসে আগুন কারা দিয়েছে, তাদের সনাক্ত করা না গেলেও পুলিশের ধারণা, বিরোধী দলের কর্মীরা এতে জড়িত।
ফাইল ছবি শুক্রবার বিকালে বিরোধী দল রোববার থেকে তিন দিনের হরতাল ডাকার পর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার এবং চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ফাইল ছবি
ওই গ্রেপ্তারের পর রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি পোড়ানো হয়।
মধ্যরাতে আবার গ্রেপ্তার করা হয় খালেদা জিয়ার উপদেষ্টা ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রোববার সকাল থেকে বিরোধী দলের ৭২ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। তবে তাদের ওই দাবি মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।