আর কি বলব আমি জনৈক বি ক্লাসের প্রাইভেট ইউনিভার্সিটি হতে তড়িৎ এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী সম্পন্ন করেছি ২০০৯ এর শেষেরর দিকে। তার পর অনেক বার পায়ের স্যান্ডেল ক্ষই করার পর একটা টেলিকম এর দেশি আউটসোর্সিং কোম্পানিতে একটা চাকরি যোগার করি ২০১০ এর জুলাই এর দিকে। দুই মাসের মত কাজ করই, ল ও স সার্ভে , ই -জিসম সার্ভে। কিন্ত ভাল লাগে নাই বিধাই দুই মাস বাদে এর একটা দেশি আউটসোর্সিং কোম্পানিতে যোগ দেই। আই খানে প্রায় এক বছর হয়ে গেছে।
কিন্ত গত এক বছর দুই মাস চাকরির অভিজ্ঞতার আলকে বলতে পারি এই ভাবে যদি আমি আউটসোর্সিং কোম্পানিতে কাজ করি তাহলে আমার উন্নতির হার কছপ গতিতে চলবে এবং আয় উন্নতি বলে যা কিছুই করতে পারব না। তার পর মাঝে মাঝে কথা শুনা যাই টেলকম এর কাজ শেষ হয়ে এল বলে আর লোক ছাটাই করবে বলে। বলেন এত কষ্ট করে চাকরি করে আই সইব কথা শোনতে কারও ভাল লাগে?এখন মাঝে মাঝে ভাবি এই লাইন কি ছেরে দিব। কিন্ত চিন্তা আসে ছেরে দিয়ে কই যাব। পাওয়ার সেকটরে সেখানে ত মামা চাচার খেলা।
আমার ত কেও নাই। তখন লেজ টা গোটায়ে মনে মনে বলি না এই লাইন ই থাকব।
যারা এই লাইন এ ভালো পদে বহাল তবিয়তে টিকে আছেন এবং অভিজ্ঞতা সম্পন্ন তারা একটু হেল্প করেন(বলছি না যে ভাল চাকরি পাইএয়া দান )। একটু পরামর্শ দান কিভাবে এগোনো যাই।
বিশেষ করে অনেকে বলে সেনিওর পারসন এই লাইন বেশি দিন ভাত নাই।
তারা তারি বাদ দাও ।
(বানানের ভুল হলে মাপ করে দিয়েন। এটাই আমার প্রথম বাংলা লেখা। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।