আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলায় আহত ৪

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুনহাট মহল্লার নজরুল ইসলামের ছেলে দুলাল (২৫), সদরের বারঘরিয়ার বিয়েল (২৫), শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাহবুব আলম (২৬) ও একই উপজেলার ঢোড়বনা গ্রামের রুবেল (২৪)।
দুলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, মাহবুবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়েল ও রুবেলকে নয়ালাভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সদর থানার ওসি বজলুর রশিদ আহতদের বরাত দিয়ে জানান, সকাল ১০টার দিকে তারা একটি ট্রাক নিয়ে সোনামসজিদ স্থল বন্দর যাচ্ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া পৌঁছলে হরতালকারীরা তাদের ট্রাকটি ভাঙচুর করে এবং পরপর তিনটি হাতবোমা ফটায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হরতালের সমর্থনে সকাল পৌনে ৮টার দিকে শহরের নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে পিকেটাররা।
মিছিলটি শান্তিমোড়ে পৌঁছলে পুলিশ কয়েকরাউন্ড রাবার বুলেট ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।
একই সময় পিকেটাররা পিটিআই মোড় ও উপরাজারামপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
এছাড়া সকাল ৯টার দিকে পিটিআই ও শিবতলা এলাকার বিভিন্ন গলিতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।


এ সময় শিবিরকর্মীরা ৫/৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া শহরের নিউ মার্কেট এলাকায় চারটি দোকানে হামলা চালায় হরতালকারীরা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, নাচোল উপজেলার বেনীপুরে সকালে পিকেটিং করার সময় স্থানীয় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান এনায়েতুল্লাসহ চারজনকে আটক করেছে পুলিশ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.