চালকের অজান্তে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মিলিক মোড়ে ট্রাক থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। কিন্তু চালক কিছু বুঝতে না পেরে ট্রাক নিয়ে চলে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহত বিপ্লব হচ্ছে ঢাকার আমিন বাজারের মানিক মিয়ার ছেলে। সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আ: রাজ্জাক জানান, তাঁর কাছে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে বিপ্লব ট্রাকের পেছনে ঘুমিয়ে ছিল এবং সে ট্রাক থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু চালক কিছু বুঝতে না পেরে ট্রাক চালিয়ে চলে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।