চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা টোলঘর এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৪জনকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের আইনাল হকের ছেলে মিজানুর রহমান (২০), আলিম উদ্দীনের ছেলে খাইরুল ইসলাম (৩৬), জিয়াপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে নাসির উদ্দীন (২৬) এবং হাদিনগর গ্রামের তসলিম উদ্দীনের ছেলে গাড়ি চালক মমিনুল ইসলাম (১৯)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লে. হামিদুল ইসলাম জানান, রাত পেৌনে ১১টার দিকে মহানন্দা টোলঘর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায় র্যাব। এসময় ওই প্রাইভেট কার থেকে ১টি পিস্তুল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ও গাড়ির চালকসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।