তৃতীয়বারের মতো বিয়ে করলেন হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি। অভিনেতা অলিভার মার্টিনেজের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে ফ্রান্সে গাটছড়া বাঁধেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ইউএস উইকলি ম্যাগাজিন জানিয়েছে, শনিবার ১৪ জুলাই ফ্রান্সের একটি দর্শনীয় স্থানে বিয়ে অনুষ্ঠিত হয়।
২০১২ সালের এপ্রিলে বাগদান সম্পন্ন করেছিলেন বেরি এবং মার্টিনেজ।
এর আগে দুইবার বিয়ের পিঁড়িতে বসেছেন হ্যালি। ১৯৯৩ সালে বেসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেন হ্যালি। ৪ বছর পর ১৯৯৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০০১ সালে গায়ক এরিক বেনেটকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদ হয় ২০০৫ সালে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।