আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিনে একটা বারও ঐ কাঙ্খিত রিংটোনটা বেজে ওঠেনি

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! সকালে আজ ঘুম থেকে উঠেছি দেরি করে । বার বার মনে হচ্ছিল কেউ একজন আমাকে ঘুম থেকে তুলে দিক । সেই কেউ একজনটা যে তুমি সেটা বলার অপেক্ষা রাখে না । মাঝে এমন আদর পেতে বড় ইচ্ছা করে । কিন্তু কেউ আমাকে তুলে দেইনি ।

ঘুম থেকে উঠতে তাই দেরি হয়ে গেল অনেকখানি । দুপুর বেলা বন্ধুর দাওয়াত ছিল । জন্মদিনের পার্টি । আমার যাওয়ার ইচ্ছা ছিল না একেবারে । পার্টিতে গেলে আমার নিজেকে বড় বেমানান লাগে ।

আর কেন জানি আমার মন খুব বেশি খারাপ হয় । আর একটা বড় কারন হল বন্ধু তার গার্লফ্রেন্ডর সাথে পরিচয় করিয়ে দিবে । ওদের কে একসাথে দেখে আমার তোমার কথা মনে পড়বেই , এটা আমি জানতাম । হলও তাই । এমনিতে তুমি কখনই আমার মনের আড়াল হও না ।

তবুও ওদের একসাথে দেখে তুমি যে আমার কাছে নাই এটা আরো বেশি করে উপলব্ধি করছিলাম । আমার বন্ধুটি কতই না ভাগ্যবান ! নিজের মনের মানুষটাকে ইচ্ছা করলেই চোখের সামনে দেখতে পারছে । ইচছা করলেই তাকে ছুতে পারছে । এর থেকে বড় আনন্দের আর সৌভাগ্যের বিষয় কি হতে পারে !! আমি ঐ রকম ভাগ্যবান নই । আমি ইচ্ছা করলেই আমার মানুষটার সাথে দেখা করতে পারি না ।

আমি চাইলেই তোমাকে দেখতে পারি না, ছুতে পারি না। এমন কি ইচ্ছা হলেই তোমার সাথে কথাটাও বলতে পারি না । আমাকে কেবল অপেক্ষা করতে হয় । দিনের পর দিন । মাসের পর মাস ।

আচ্ছা তোমার কি মনে আছে শেষ কবে আমাদের দেখা হয়েছিল ? মনে আছে কবে শেষ তোমার হাত টা ধরেছিলাম ?? আমার কিন্তু মনে আছে । যদি জিজ্ঞেস কর তাহলে আমি কেবল দিনে নয়, ঘন্টা এমন কি মিনিটেও এর জবাব দিতে পারবো । কিন্তু উত্তর দিয়ে কি হবে ? মোবাইলের ঐ কাঙ্খিত রিংটোনটা বেজে আর ওঠে না । আমার মন খারাপের শেষ হয় না । আমার আপেক্ষার তো শেষ হয় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।