২২শে সেপ্টেম্বর ভারতীয় পত্রিকায় প্রকাশিত যে, দিল্লি ইনস্টিটিউট অব ফার্মাসিটিউক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ যা দিল্লি সরকারের প্রতিষ্টিত ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্টানটি চলতি বছরে ২৪টি টুথপেস্ট ও টুথ পাউডারের উপর পরীক্ষা চালিয়েছিল। এরমধ্যে দামী নামী টুথপেস্ট কোম্পানিও রয়েছে। উক্ত প্রতিষ্টানের গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক এস এম আগরওয়ালা এ ব্যাপারে বলেন, ৭টি ব্র্যান্ডের টুথপেস্টে ক্যান্সার রোগের কারক রুপে গন্য নিকোটিন পাওয়া গিয়াছে। এই ব্র্যান্ডগুলো হল ” কলগেট হার্বাল, হিমালয়া, নিম পেস্ট, নিম তুলসী, আর এ থার্মসিন, সেনসফর্ম ও ষ্টলাইন”। অধ্যাপক আগরওয়ালার দাবি, কলগেট হার্বাল ও নিম তুলসী বনৌষধি দিয়ে প্রস্তুত করা হয় যদিও আশ্চর্যজনকভাবে এতে ১৮-২০ মিলিগ্রাম নিকোটিন পাওয়া গিয়াছে।
এই পরিমান নিকোটিন ৫ থেকে ৯টি সিগারেটে পাওয়া যায়।
অন্যদিকে যে ১০টি টুথ পাউডার ব্র্যান্ডের উপর পরীক্ষা চালানো হয়েছে তার মধ্যে ৬টি ব্র্যান্ডে নিকোটিন পাওয়া গিয়াছে। সেই ব্য্যান্ডগুলো হল ” ডাবর লাল, ভিকো, মুসাকাগুল, পায়ফিল, ডনাডেন্ট ও অলকা দন্তমঞ্জন”।
পায়ফিল টুথ পাউডারে সর্বাধিক ১৬ মিলিগ্রাম তামাক জাতীয় পদার্থ পাওয়া গিয়াছে। যা ৮টি সিগারেটের সমান নিকোটিন পাওয়া যায়।
অধ্যাপক এস এম আগরওয়ালা আরও জানিয়েছেন, ভিকো টুথ পাউডারে গত তিন বছর ধরে তামাক জাতীয় পদার্থ মেশানো হচ্ছে। ডাবর লালে চলতি বছর থেকে পুনরায় তামাক জাতীয় পদার্থ মেশানো হচ্ছে।
আমাদের দেশের টুথ পেস্ট ও টুথ পাউডারের খবর কি?
তামাক ও তামাক জাতীয় দ্রব্য উৎপাদন এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করা হউক।
Click This Link
লিংকে যেয়ে আরকাইভে ২২-০৯-১১ তারিখের স্পেশ্যালে ক্লিক করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।