আমাদের কথা খুঁজে নিন

   

ভূখন্ডের লাইসেন্স লাগবে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে ভূখন্ডের লাইসেন্স লাগবে। স্বাধীনতার লাইসেন্স লাগবে, ১৬১টা ছিটমহল আর প্যালেস্টানের একটা লাইসেন্স ভূখন্ডের। আচ্ছা,ওরা কি পিতৃহীন?নাকি পিতৃত্বের পরশ পায়নি ঔরসত্বে? নিরাকার মানুষ নাকি নির্জীব দেহ? ভূখন্ডের লাইসেন্স বেচা কেনা এখনো চলে ডেমোক্রেসির আদলে।

ফ্রিডম!!!! আচ্ছা,ওদের কি জারজ বলা চলে?হুম,মাত্রাতিরিক্ত হয়ে যাবে যদি বলি এইভাবে। ওরা কি গিনিপিগ?হতেও পারে, যেমন গিনিপিগ এইদেশে হরিজন আর নাগরিকবিহীন ধূসর রঙের বিহারিরা। দেশ আছে,পরিচয় নেই কাজ আছে,স্বীকৃতি নেই। ক্রীতদাস হতে পারে,হুম ওরা ক্রীতদাসই, কর্পো যুগের স্লেইভ। ফ্রিডম!!! শেইম অন ইট!! একটা লাইসেন্স লাগবে ১৬১টা ছিট মহলের আর পাথরকে হাতিয়ার বানানো প্যালেস্টাইনের, না হলে নয়, না হলে আমরাও শহীদ মিনারে যাবো না, লোক দেখানো পাঞ্জাবি গায়ে লাগিয়ে নিছক শখের বশে গজানো দেশপ্রেম দেখাতে।

ফ্রিডম!! ডেমোক্রেসি চলে এখানে সেখানে, মানবতার কথা চলে মানবতাকে রেইপ করে। একটা লাইসেন্স লাগবে, যেভাবেই হোক, যে পারে দিয়ে দেক। একটা লাসেন্স লাগবে, লাইসেন্স পেতে তাই বেশ্যাপাড়ায় এখন লাইন দিতে হবে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।