আমাদের কথা খুঁজে নিন

   

"পাকিস্তান ভূখন্ডের নাম নয়, একটি আদর্শের নাম" উৎসর্গ @ ফজু



মুজাহিদ , ছিলেন বদর বাহিনীর প্রধান , কোথায় কোন বাড়িতে মেয়ে আছে তার সন্ধান করাই ছিলো তার কাজ। কোথায় কোথায় মুক্তিবাহিনীর ছেলেরা লুকিয়ে লুকিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতো সেই আস্তানায় হানা দেয়াও ছিলো তার অন্যতাম দায়িত্ব। পাকিস্তান রক্ষার অন্যতম সৈনিক সেই মুজাহিদ নিজেকে দাবী করছেন নির্দোষ হিসাবে। স্বাধীন দেশে বসে মিডিয়ায় কথা বলেন যুদ্ধপরাধী নেই !! তাহলে ইতিহাসকি মিথ্যা হয়ে যাবে ?? আদরের ফজু... প্রমান থাকলে উপাত্ত সহ হাজির হও। হট্টগোলের পোষ্টের জবাবে চুপ করে থেকোনা। আমাকে ব্যন করছো ক্যান? কোন জবাব দিতে পারবা না এই জন্য। তোমার প্রিয় নেতা নিজমির কেচ্ছা শুন। আজাদী দিবস উপলক্ষে মতিউর রহমান নিজামী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে প্রকাশ্যে বলেছিলো, "পাকিস্তান ভূখন্ডের নাম নয়, একটি আদর্শের নাম" বিশ্বাস না হয় তো পেপার কাটিংটা দ্যাখো। পুনশ্চঃ ফজু ছাগু আমারে সক্কাল সক্কাল ব্যান করছে তাই তার নামে একটা পোষ্ট উৎসর্গ না করলে কলিজা ঠান্ডা হইতাছেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.