১ম সফটওয়্যারঃ
IOBit Advanced SystemCare 5
এই সফটওয়্যারটা মনে হয় সবাই চেনেন, তারপরেও বলি এইটা একটা সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। আপনার হার্ডডিস্ক সুস্থ রাখবে, টেম্পরারি ফাইল, জাঙ্ক ফাইল, ব্রোকেন শর্টকাট, ফালতু রেজিস্ট্রি ফাইল ইত্যাদি থেকে পরিস্কার রাখবে। এছাড়া আছে বহু টুলস (অটো শাটডাউন, HDD ডিফ্রাগমেন্ট টুলস ইত্যাদি আরও অনেকগুলি)। মোট কথা সফটওয়্যারটা কারো খারাপ লাগবে না। এইটার ভালো একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে TuneUp utilities.. কিন্তু আমি যে কারনে এই সফটটা শেয়ার করলাম তা হচ্ছে এতে আছে Iobit game booster বা turbo boost.. এইটা অন করলে আপনার পিসিকে স্পেশালি গেমস খেলার জন্য টুইক করে নিবে।
যেমনঃ aero থিম থাকলে তা ক্লাসিক করে ফেলবে, অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ করে দিবে, র্যামকে ডিফ্র্যাগমেন্ট করে মেমরী খালি করবে গেমস এর জন্য, ইত্যাদি। এতে গেমস এর পারফর্মেন্স ভাল হবে। তবে যারা শুধু গেমস বুস্টার চান তাদের জন্য IObit Game Booster Premium 2...
যারা শুধু গেমস এর পারফর্মেন্সের উপরই জোর দিতে চান তারা এই সফটটি ইউস করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ IOBit Advanced SystemCare 5 (নরমালি ইন্সটল করেন, জীবনেও টাকা চাইব না)
ডাউনলোড লিঙ্কঃ IObit Game Booster Premium 2 (ভিতরে সিরিয়াল কি দেওয়া আছে)
২য় সফটওয়্যারঃ
২য় সফটওয়্যারটির নাম speed gear 7.2. এই সফটটি আগের সফট দুটির মত ওভারক্লকিং করবে না, তবে যেকোন প্রোগাম এর স্পিড বাড়ানো যাবে প্রায় ২৫৬ গুন পর্যন্ত। এটি ব্যবহার করা যাবে সাধারনত যদি কোন গেমস বা প্রোগাম স্লো চলে তাহলে প্রয়োজন মত ওই সফটওয়্যারটির স্পিড যত গুন ইচ্ছা বাড়িয়ে দেওয়া যাবে।
যেহেতু ওভারক্লকিং করে না সেহেতু সিস্টেমের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই।
ডাউনলোড লিঙ্কঃ speed gear 7.2
(ক্র্যাক সাথে দেওয়া আছে)
যেই গেমার ভাইরা গ্রাফিক্স কার্ডের অভাবে গেমস খেলতে পারেন না, তাদের হাল্কার উপর ঝাপসা একটু উপকার হবে... কি করুম, এইডি দিয়াই ঠেকা কাম চালাইতে হয়!!
Bonus software: Internet Download Manager 6.07 build 10
**********************************
আমারে কিছু সফটওয়্যার রিলেটেড পোস্টঃ
নিয়ে নিন কম্পিউটারের জন্য অন্যতম সেরা ইউটিলিটি TuneUp Utilities 2012 পোর্টেবল...
নিয়ে নিন Eset nod32 antivirus 5 আজীবনের জন্য...
DFX audio enhancer Full Version…গান শোনায় আনবে আলাদা অনুভূতি…
নিয়ে নিন কম্পিউটারের জন্য অন্যতম সেরা ইউটিলিটি TuneUp Utilities 2012 পোর্টেবল... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।