আমাদের কথা খুঁজে নিন

   

জিল্লুর রহমান চলে গেলেন , কিছুদিন পরে চলে যাবেন খালেদা-হাসিনা, কি লাভ এত হানাহানি করে?

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন মানুষের জীবন আর কয়দিন ? লোকে বলে আজ মরলে কাল ২ দিন । তবুও আমরা এই ২ দিনের জীবনের জন্য ই কত না বাড়াবাড়ি করি ।

একে অপরকে পরাজিত করতে সীমাহীন হানাহানি করি । কিন্তু দেখুন , আজ যেমন জিল্লুর রহমান চলে গেলেন , কয়েকদিন পর চলে যাবেন খালেদা - হাসিনা । কেউ চিরস্থায়ী নয় । কিন্তু কেন ২ নেত্রীর হানাহানি ? শেষ বয়সে এসে ও কি ওনাদের বোধোদয় হবেনা ? সব বিষয় নিয়ে রাজনীতি বাদ দিয়ে অন্তত এভাবে ও কি ওনারা চিন্তা করতে পারেন না ? জানি খুব আধ্যাত্মিক একটা পোস্ট হয়ে গেল , কিন্তু তবু ও কি একবার ভাবা যায় না । দেশ কে ওনারা অনেক দিয়েছেন , দেশ ও তাদের বহু কিছু দিয়েছে তাই জীবনের এই শেষ বেলায় এসে কি এমন কোন দৃষ্টান্ত স্থাপন করা যায়না , যাতে জাতির হৃদয়ে তারা আরও উঁচু আসনে বসতে পারেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.