আমাদের কথা খুঁজে নিন

   

জিল্লুর রহমান ; একই নৌকার মাঝি

পদ্মা যমুনায় অনেক পানি বয়ে গেছে । অনেক সুর , অনেক গান গীত হয়েছে । কিন্ত জিল্লুর রহমান একই গান গেয়ে গেলেন , একই নৌকা বেয়ে গেলেন । ঈশান কোণে মেঘ জমেছে ,কাল মেঘে ছেয়ে গেছে দুস্তর পারাবার , নদীতে ফণা তুলেছে কাল নাগিনী , কিন্তু তিনি ছাড়েননি নৌকার হাল । বদর বদর বলে সারা জীবন বেয়ে গেলেন একই নৌকা ।

ওয়ান ইলেভেনের কঠিন পরিস্থিথিতে যখন শেখ হাসিনা বন্দী সেনা কুঠিরে ,দেখা করাও দুষ্কর । একদিন বাক্স পেঁটরা বহু খুজে বের করলেন উকালতির সার্টিফিকেটটি । অনেকদিনের অব্যবহারে জীর্ণ কালো গাউনটি পরে ছুটলেন আদালতে মুজিব ভাইয়ের মেয়েটিকে বাচাতে, নেত্রীর আইনজীবি হিসাবে আইনী লড়াই লড়তে । বললেন, নেত্রী আমি এসেছি। শেখ হাসিনার দু চোখে জলের ধারা , চিন্তাক্লিষ্ট নেত্রীর কণ্ঠে দীপ্ত উচ্চারন , চাচা এখন আর দুনিয়ার কোন শক্তি নেই আমাকে বন্দী রাখে, আমি বের হবই ইনশাল্লাহ ।

হে নৌকার মাঝি আল্লাহ আপনাকে বেহেশত দান করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.