আমার লেখাই আমার পরিচয়। মমতা ও মমতা দিদি একটু সদয় হও না স্বার্থ ভুলে কেন তিস্তাতে জল দাও না? কি লাভ হবে তিস্তার জলে? উত্তরের ভোট নষ্ট হলে? তবে যে গংগায় চুক্তি ক’লে? পদ্মায় কিছু গঙ্গাজল দিলে সে জলে তো তবু ইলিশ মেলে! তিস্তার জলে মিলবে না কিছুই মাঝখান থেকে ভোটগুলো বিকোই! আমায় কি বোকার হদ্দ পেলে? তবে যে তোমার নাম মমতা ! সেই তোমার মুখে এ কেমন কথা? দেখবে কি শুধু নিজেরই অঙ্গ? ওপারে যে শুকিয়ে পূর্ববঙ্গ! নেত্রী আমি তৃণমুলের- দেখতেই হবে স্বার্থ তাদের আমায় দেখতে হবেরে এপার কেন্দ্র? ওপার?- সে আবার কোন স্যার? কি হিসেব করো এপার ওপার? বিধাতার জলে তো সবারই অধিকার। শোন যদি দিদি মমতা ছোট মুখে বলি একটি কথা- লাভের অংক অনেক কষেছ শিখেছ অনেক নামতা, এবার নাহয় ভাগেই শিখো ভগবানের জলে সমতা। ------শামীম আরমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।