আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা পারের ছবি



ছবিটিতে মন্তব্য লিখতে "মন্তব্য লিখুন" -এ ক্লিক করে বসে থেকে থেকে মেজাজ গরম। আমি ছবি ভালবাসি। ছবি তুলতে এবং দেখতে ভালবাসি। ছবির কথা শুনতেও বেশ আরাম পাই। কিন্তু আমার ইন্টারনেট লাইন বেশ চাল্লু হলেও এখানে ("মন্তব্য লিখুন") এই বাটনে প্রতিবার, বেশ কিছু ব্লগে থমকে যাচ্ছে।

বিজ্ঞদের মতামত আশাকরি। ছবির মন্তব্য- ওয়াটার মার্ক ইজ এ গুড কনসেপ্ট। ওয়াটার মার্ক দিয়ে ছবি কিছুটা বড় দিলে ভাল হয়। ছবির ডিটেইল দেখলে এর মধ্যে যে গল্প, কল্পনা আর মায়া- আরো বেশী মানুষকে কাছে ডাকবে। আপনার তোলা ছবিটি বেশ ভাল।

ছবির সাথে কিছু টেকনিক্যাল তথ্য যেমন- ক্যামেরা, সময় ইত্যাদি যোগ করলে উপকৃত হব। যা হোক ... এখনো "মন্তব্য লিখুন" এর পেইজ আসেনি। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।