আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিন এশিয়ার সেরা ফুটবল দল বাংলাদেশ।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ মাত্র কয়েক ঘন্টা পুর্বে আজ ২১ তারিখ ফিফার র‌্যান্কিং আপডেট করা হয়েছে, এতে বাংলাদেশর অবস্থান ১৩৯ থেকে ১৩৮ এ উঠে এসেছে। ফিফার রেকর্ড অনুযায়ী এযাবৎ কালের বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাংকিং ১১০- এপ্রিল ১৯৯৬। সর্বনিম্ন ১৮৩- জুন ২০০৮ সালে। বাংলাদেশর গড় র‌্যাং ১৪৯।

পার্শবর্তী পাকিস্থানের বর্তমান অবস্থান ১৭০ এবং ভারতের অবস্থান ১৬২। শ্রিলন্কার অবস্থান ১৭৬। মজার বিষয় হলো ফিফার সর্বমোট কান্ট্রি হচ্ছে ২০৩। সেই হিসেবে আমাদের অন্চলের দেশগুলো নিচের দিক থেকে বেশ এগিয়ে। মাত্র ১ মাস পরেই স্পেন তার প্রথম স্থান ফিরিয়ে নিয়েছে।

নেদারল্যান্ড আছে ২ এ। ব্রাজিল ৭ এবং আর্জেন্টিনা যথারিতি ১০। জার্মানি-৩। উরুগুয়ে-৪। পর্তুগাল-৫।

ইটালি-৬। ইংল্যান্ড-৮। ক্রোয়েশিয়া-৯। এই হচ্ছে মোটামোটি খবর। ভাল লাগলে জানাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.