আমাদের কথা খুঁজে নিন

   

সোস্যাল নেটওয়ার্ক গুগল প্লাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা টানা আড়াই মাস সীমিত আকারে পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল’র সামাজিক নেটওয়ার্ক গুগল প্লাস। সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক নতুন আঙিকে সাজার ঠিক আগ মুহূর্তে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় উন্মেষেই চমক সৃষ্টি করা এ সামাজিক নেটওয়ার্কটি। আর এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল সামাজিক নেটওয়ার্কের জগতে ফেসবুক-গুগল প্লাস-এর অঘোষিত লড়াই। সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক নতুন সাজে সাজার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পূর্ব মুহূর্তেই গুগল’র দাফতরিক ব্লগ পোস্টে তাদের সামাজিক নেটওয়ার্ক সাইট গুগল প্লাস সবার জন্য উন্মুক্ত করে দেয়ার তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিক গান্দোত্রা।

তিনি জানান, গুগল প্লাস নেটওয়ার্কে যুক্ত হতে এখন থেকে আর অন্য কারো আমন্ত্রণ পাবার প্রয়োজন হবে না। এখন থেকে প্রত্যেকের জন্য এ বন্ধনে যুক্ত হওয়ার দুয়ার উন্মুক্ত। তিনি আরো জানান, সবার জন্য গুগল প্লাস’র দুয়ার উন্মুক্ত করে দেয়ার পাশাপাশি এখানে যুক্ত করা হয়েছে নতুন ফিচার। এমন একটি ফিচারের মাধ্যমে গ্রাহকরা গুগল প্লাসে বিভিন্ন ধরনের টপিকের ওপর তথ্য (যেমন: ভ্রমণ গাইড লাইন, রান্নার তথ্য, ফটোগ্রাফি, লেখাপড়া, সংবাদ ইত্যাদি) সার্চ করতে পারবে এবং কোনো কোনো ব্যবহারকারী সেই টপিকগুলোর সঙ্গে যুক্ত তাদের স্ট্যাটাসও দেখতে পারবে। এছাড়াও সামাজিক যোগাযোগ কাজে ব্যবহৃত জনপ্রিয় এ অনুষঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফিচার।

ফেসবুককে টপকে গ্রাহক আগ্রহ সৃষ্টিতে গুগল প্লাসে সংযোজিত এ কন্টেন্টের মাধ্যমে একসঙ্গে নয়জন বন্ধুর সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। গুগল প্লাসের এই ফিচারটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল ডিভাইসেও চলবে বলে জানিয়েছে গুগল’র প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিক গান্দোত্র। তিনি জানান, এখন কারো যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকে তাহলে গুগল প্লাস ব্যবহারকারী তার মাধ্যমে মোবাইল ডিভাইস দিয়েও ভিডিও চ্যাটে অংশ নিতে পারবেন। এছাড়া অল্পদিনের মধ্যেই এটি অ্যাপলের আইওএন অপারেটিং সিস্টেমেও চলবে বলে জানিয়েছেন ভিক গান্দোত্র। একই সঙ্গে এই নতুন সোস্যাল নেটওয়ার্কিং সাইটটির সঙ্গে অন্যান্য সেবা (যেমন ইউটিউব) যুক্ত করার পরিকল্পনাও নেয়া হয়েছে বলে তিনি জানান।

চলতি বছরের জুন মাসের শেষের দিকে চালু হয়েছিল গুগল প্লাস। তারপর থেকে শুধু আমন্ত্রণের মাধ্যমে নতুন ব্যবহারকারীরা গুগল প্লাস-এ যোগ দিতে পারতো। তবে এ সীমাবদ্ধতা থাকলেও এর দুই সপ্তাহের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা স্পর্শ করে ১০ মিলিয়নের কোঠা। আর বর্তমানে গুগল প্লাস-এ মাসে ২৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এদিকে গুগল প্লাস যেন ব্যবহারকারীদের ভাগিয়ে নিতে না পারে সে জন্য বুধবার থেকেই ফিচার বাড়ানোর পাশাপাশি নতুন অবয়বে সাজতে শুরু করেছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক।

মঙ্গলবার গুগল জানিয়েছে, ফেসবুকে সদ্য চালু হওয়া ভিডিও কল ফিচার দিয়ে এখন থেকে ইউটিউবে ভিডিও ব্রডকাস্টারের মতো সম্প্রচার করা যাবে। শুধু রেকর্ড ভিডিওই নয়, ফেসবুকের মাধ্যমে সহজেই লাইভ ইভেন্টও সম্প্রচার করা যাবে। আগামীকাল বৃহস্পতিবার ফেসবুক সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠেয় এফ-৮ ডেভেলাপার্স সম্মেলনে এসব নতুন নতুন কন্টেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। চালু হওয়ার পর থেকেই গুগল ভিডিও ফিচারের ওপর অধিক গুরুত্বারোপ করলেও ফেসবুকে ভিডিও ফিচার ততটা জনপ্রিয় হয়নি। তাই কিছুদিন আগে ফেসবুক স্কাইপের সহযোগিতায় ভিডিও কল চালু করে।

কমস্কোর’র হিসাব মতে, বর্তমানে পৃথিবীজুড়ে মাসিক ৭৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছে। সরাসরি google+ এ যেতে এইখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.