আমাদের কথা খুঁজে নিন

   

সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণের নিন্দা বিএনপির

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিএনপি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির বুধবারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর বিষয়গুলো দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, এ প্রযুক্তি চালুর পর ফেইসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, “দলের স্থায়ী কমিটি সোস্যাল মিডিয়ার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।”
এরই মধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোসহ ইন্টারনেট ব্যবস্থায় নজরদারিতে (ফিল্টারিং) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে (আইআইজি) বিশেষ প্রযুক্তি বসানোর জন্য বেশ কয়েকটি প্রস্তাবও পেয়েছে সরকার।
আর আইআইজিতে এ প্রযুক্তি বসালে ইন্টারনেটের নজরদারি বা নিয়ন্ত্রণের মূল ক্ষমতা থাকবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হাতে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.